আল্লাহ তাআলার পরিচয় pdf বই ডাউনলোড। প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে মানুষকে জ্ঞানচর্চা করতে হয়। কিন্তু পশু-পাখির এমন কোন দায় নেই। পশু-পাখি জন্মের প্রথম দিন থেকেই পশু-পাখি। এ জন্যই বলা হয়ে থাকে, পশু-পাখি সহজেই পশু-পাখি কিন্তু মানুষ সহয়ে মানুষ নয়। জ্ঞানর্চচার পথটিও একরকম নয়।
এখানে রকমফের আছে, বিভ্রান্তি আছে, চোরাবালি আছে এবং আছে সঠিক ঠিকানাও জ্ঞানচর্চার শুরুতেই প্রশ্ন জাগে নিজকে নিয়ে, চারপাশের পরিবেশ নিয়ে। এখানে প্রশ্নের জবাব খুজঁতে গিয়ে সঙ্গতভাবেই চলে আসে স্রষ্টাপ্রসঙ্গ।
আরও দেখুনঃ হাদিসের প্রমানিতা pdf বই ডাউনলোড
কারণ স্রষ্টা ছাড়া কোনো সৃষ্টি সম্ভব নয়। যেখানেই সৃষ্টি সেখানেই স্রষ্টা -মানুষের অভিজ্ঞতা ও অভিজ্ঞান এমন সাক্ষ্যকে দেয়। স্রষ্টা প্রসঙ্গে ভাবতে গেলে প্রশ্ন জাগে- তিনি আমাদের কেন সৃষ্টি করেছেন, আর মানবজীবনের লক্ষ্যটাই বা কী? এমন প্রশ্নের জবাব আল কুরআনে লিপিবদ্ধ আছে। তবে জবাবের মর্মে পৌঁছতে হলে মহান আমাদের মহান আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহর পরিচয় বিধৃত রয়েছে ওহীগ্রন্থ আল কুরআনে এবং তার সৃষ্টির মধ্যে।
আল্লাহ তাআলা বলেছেন: হে মুমিনগন ! তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর আল্লাহর অনুগত হবে, অবাধ্য হবে না, আল্লাহকে সব ব্যাপারে স্মরণ করবে, আল্লাহর কৃতজ্ঞ হবে, অকৃতজ্ঞ হবে না এবং তোমার আত্মসমপর্নকারী (ঈমানসহ মৃত্যুর জন্য তৈরি থাকবে ) না হইয়া কোন অবস্থায় মরিও না। (৩-আল-ইমরান:102)
আরও দেখুনঃ ইসা মহীহ pdf বই ডাউনলোড
জগতসমূহের সৃষ্টিকর্তা, প্রতিপালক, বিধানকর্তা, নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলাই সমস্ত প্রশংসার মালিক। যে কোন কাজের চেষ্টা বা উদ্যোগের তিনিই একমাত্র সফলতা দিতে পারেন এবং সাফল্য অর্জনে সাহায্য করতে পারেন।
তাই মুমিন মুসলমানদের উচিত সব ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করে আল্লাহ তাআলার দয়া ও শক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন: আল্লাহর সাহায্যে। তিনি যাহাকে ইচ্ছা সাহায্যকে করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু।
আরও দেখুনঃ শিরক pdf বই ডাউনলোড
নিচে আল্লাহ তাআলার পরিচয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আহসান পাবলিকেশন বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 12.7 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ ড.মুহাম্মাদ নজরুল ইসলাম খান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ