আল্লাহ প্রেমের সন্ধানে
আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড। অতঃপর আরয, আল্লাহপ্রেমিকদের যবানে স্বীকৃত যমানার রূমী আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব দামাত বারাকাতুহুম -এর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী তিনটি রেছালা তরীকে বেলায়েত, কুদৃষ্টি-কুসম্পর্কের ক্ষতি ও প্রতিকার এবং ওলী হওয়ার চারটি আমল। তরীকে বেলায়েতের মধ্যে আল্লাহর ওলী হওয়ার জন্য আবশ্যকীয়।
মোজাহাদা, শর্তাবলী, আল্লাহর ওলীদের সংসর্গ-সম্পর্কে বরকত ও কারামত, যাদুময়ী ক্রিয়া ও উপকারিতা এমনিভাবে বর্ণনা করেছেন যে, হৃদয় -মনবিগলিত অনুপ্রাণিত ও আল্লাহপ্রেমে উদ্বেলিত না হয়ে পারে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আত্মার ব্যাধি ও প্রতিকার pdf বই ডাউনলোড
- তাওহীদ ও শিরক pdf বই ডাউনলোড
- আল-কুরআনে কিয়ামতের দৃশ্য pdf বই ডাউনলোড
- কুরআন মহাবিশ্ব ও মহাধ্বংস pdf বই ডাউনলোড
- ইসলামের দৃষ্টিতে শিরক pdf বই ডাউনলোড
লাহোর মজলিসে ছিয়ানাতুল -মুসলিমীনের উদ্যোগে প্রতিবৎসর জামেআ আশরাফিয়া লাহেরারে একটি বার্ষিক দ্বীনী সম্বেলন অনুষ্ঠিত হয়, যেখানে সমগ্র উপমহাদেশ হতে হাকীমুল -উম্মত মুজাদ্দিদুল-মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানবী (রঃ)-এর সিলসিলার অসংখ্য আশেকীন সমবেত হন।
সেমতে ২৩ শে জুমাদাল -উলা ১৪১৪ হিজরী রোজ শনিবার আছরের পর বিশ্ববিখ্যাত বযুর্গ আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব দামাত বারাকাতুহুম আলোড়ন সৃষ্টিকারী এক বয়ানে রাখেন।তাতে তিনি ওলীআল্লাহ বা আল্লাহপ্রেমিক হওয়ার জন্য ওলীদের সোহবত ও সান্নিধ্যের গুরুত্ব দলীল-প্রমাণ সহকারে তুলে ধরেন।
তিনি আরো তুলে ধরেন যে, শরীঅত ও তরীকত একটি অপরটি হতে পৃথক নয় বরং অবিচ্চেদ্য। পরে আল্লাহর মহব্বতের সেই মর্মস্পশী বয়ানটি তরীকে বেলায়েত নামে প্রকাশিত হয়। আল্লাহর প্রেমের পথে অসংখ্য ছালেকহীন, তালেবীন, আবেদীনের সম্মুখে কঠিনতম অন্তরায় হচ্চে কুদৃষ্টির লানতী ব্যাধি ও এশকে -মাজাযী, তথা অসং সম্পর্ক ও অসৎ প্রেম।
অঢেল এলম আমল, এবাদত মোজাহাদা এবং বহু ত্যাগ স্বীকার সত্ত্বে এক্ষেত্রে নফছের কুট-কৌশলের সম্মুখে পরাজিত হয়ে আল্লাহ থেকে বঞ্ছিত থাকতে হয়। নাউযু বিল্লাহ। খোদা-অন্বেষীদের সুবিধার্থে ও উপকারার্থে পুস্তিকায় তিনটিকে আমরা একত্রে প্রকাশ করলাম।
নিচে আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাকীমুল উম্মত প্রকাশনী বইয়ের ধরণঃ ওলী হওয়ার পথ বইয়ের সাইজঃ 3.27 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মদ আখতার ছাহেব অনুবাদঃ মাওলানা আব্দুল মতীন বিন হুসাইনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ