আল ইজমা pdf বই ডাউনলোড। তিনি হচ্ছেন মুহাম্মাদ ইবনু ইব্রাহীম ইবনুল মুঞ্জির । তারঁ কুনিআত হচ্ছে আবু বকর ইবনুল মুঞ্জির । আর ইবনুল মুঞ্জির নামে তিনি প্রসিদ্ধ। ইমাম যাহাবী তারঁ পরিচয় দিতে গিয়ে সিরারু আলামিন নুবালাতে লিখেন, ইমাম, হাফিয, আল্লামা, শাইখুল ইসলাম আবু বকর মুহাম্মাদ ইবনু ইব্রাহীম ইবনুল মুঞ্জির আন-নেইসাপুরী আল ফকীহ। ইমাম যাহাবী বলেন, তিনি ইমাম আহমদের মৃত্যুর সময়ে জন্মগ্রহন করেন। তিনি রাবী ইবনু সুলাইমান যিনি ইমাম শাফেয়ীর সাথী ও তার ছাত্র, মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ ইবনু আব্দুল হাকিম, মুহাম্মাদ ইবনু মাইমুন ও আর অন্যান্যদের থেকে হাদীস বর্ণনা করেন।
ইমাম যাহাবী বলেন, তিনি ইমাম শাফেয়ীর সাথীদের থেকে ফিকহ গ্রহণ করেন। তারঁ থেকে আবূ বকর মুকরী, মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া ইবনু আম্মার ও অন্যরা হাদীস বর্ণনা করেন । তাকে শাফেয়ী ফকীহদের মধ্যে গণ্য করা হতো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইজমা কিয়াস ও ফিকহ শাস্ত্র pdf বই ডাউনলোড
- উশর pdf বই ডাউনলোড
- ইমাম মানবো কেন pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ pdf বই ডাউনলোড
- তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
ইমাম নববী রহ. বলেন, তিনি মাসালা নির্বাচনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মাজহাব আকড়ে ধরাকে আবশ্যক মনে করতেন না। আর মতভেদকারীদের অভ্যাস মতো কারো জন্য গোড়ামী করতেন না। বরং তিনি সুষ্পষ্ট দলিল ও হাদীসের সাথে চলতেন । দলিল যার নিকটেই থাক না কেন তিনি তার প্রবক্ত ছিলেন। এতসদত্ত্বেও আমাদের সাথীদের নিকট তিনি ইমাম শাফেয়রি অনুসারীদের মধ্যে গণ্য।
বাস্তব কথা হচ্ছে তিনি মুজতাহিদ ছিলেন। ইমাম যাহাবী রহ. তাযকিরাতুল হুফফায কিতাবে লিখেন তিনি মুজতাহিদ ছিলেন। কারও তাকলিদ করতেন না। তিনি ছিলেন মক্কার বাসিন্দা এবং তিনি অনেক কিতাব রচণা করেন। ইমাম আবু ইসহাক বলেন, তার উলামায়ে ইখতিলাফের ব্যপারে এত কিতাবসমূহ-রচনা করেছেন। তার অনুনুপ কিতাবসমূহ কেউ রচনা করেন নি।
তার রচিত কিতাবগুলো হচ্ছে: (১) আল ইশরাফ ফি ইখতিলাফিল উলামায়ে (২) আল ইজমা (৩) আল মাসবুত (৪) আস সুনান ওয়াল ইজমা ওয়াল ইখতিলাফ (৫) আল আউসাত মিনাস সুনানি ওয়াল ইজমা ওয়াল ইখতিলাফ। (৬) আল ইকনা ইত্যাদি।
যার উপর ভূখন্ডের ফকীহগণ একমত, যেসমস্ত হাদাস অযু ভঙ্গের কারণ অযুকে আবশ্যক করে। আলিমগণ এই কথার উপর একমত যে, পবিত্রতা অর্জন করা ব্যতীত সালাত হবেনা। যখন কোনো ব্যক্তির নিকট পবিত্রতা অর্জন করার মতো সক্ষমতা পাওয়া যাবে। ২, তারাঁ একমত যে, পিছনের রাস্তা দিয়ে পায়খানা বের হলে এবং লিঙ্গ থেকে প্রসাব বের হলে। অনুরূপ মহিলাদের বলোতেও এবং লিঙ্গ থেকে বীর্য বের হলে এবং পায়খানার রাস্তা দিয়ে বায়ু বের হলে যে কোন কারণ আকল চলে গেলে এসব প্রত্যেক হাদাস অযুকে ভঙ্গ করে। আর অযু করা আবশ্যক করে।
নিচে আল ইজমা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.83 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম ইবনুল মুঞ্জির |
অনুবাদঃ | আবু হাফসা |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।..!!