আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ pdf বই ডাউনলোড। মহাগ্রন্থ আল -কুরআন আল্লাহ প্রদত্ত অজর-অক্ষয় এক সার্বজনীন মুজিযা, যা ইতিহাসের গভীরে হারিয়ে যাওয়া অন্যান্য নবী-রাসূলদের মুজিযাসমগ্রকে ছাপিয়ে কালান্তরে ধরে রেখেছে এবং রাখবে তার চির সজীবতা আল্লাহর একান্ত ইচ্ছা ও তত্ত্বাবধানে। ইরশাদ হয়েছে:
আল-কুরআনের অর্থানুবাদ নিঃসন্দেহ এক মহিমান্বিত কাজ। নসীহত ও পরামর্শদানের মাধ্যমে এ কাজে অংশ নিতে পেরে নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করছি। এ প্রকল্পের পরিচালক, দায়িত্বশীলব্যক্তিবর্গ। সবাইকে জ্ঞাপন করছি আন্তরিক শুকরিয়া; তারা বিশাল একপি প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট হয়েছেন যা স্থান-কাল নির্বিশেষে মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৮ম খন্ড pdf বই ডাউনলোড
আর তা হল প্রতিটি জাতির নিজস্ব ভাষায় আল-কুরআনের অর্থানুবাদ যা নিঃসন্দেহ একটি কষ্টসাধ্য ব্যাপার । ইরশাদ হয়েছে: নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি, আর আমিই তার হিফাজতকারী। (সূরা আল-হিজর: ৯) । পবিত্র কুরআন অনতিক্রম্য এক মহাগ্রন্থ।
এর নজির দ্বিতীয়টি খুজেঁ পাওয়া যাবে না !!
সমগ্র মানবজাতির তাবৎ মেধা ও পান্ডিত্য যার মোকাবিলা করতে অক্ষম-অপারগ। আল কুরআনের অনুরূপ কোন গ্রন্থ সংকলণ বা প্রনয়ন তো দূরে থাক, এর ছোট একটি আয়াততুল্য কোন রচনা উপহার দেওয়া কারো পক্ষে সম্ভভ নয়। আল কুরআন তার সন্নিবিষ্ট জ্ঞানভান্ডারে তথ্যের ব্যাপকতায়, সুসংহত বাণী-বিন্যাসে চ্যালেঞ্জ করে যাচ্ছে সমগ্র মানবকুল ও জিনজাতিকে যুগ যুগ ধরে। এছাড়া উপমা-উৎপ্রেক্ষা ও ঐতিহাসিক ঘটনা বর্ণনায় এর নজির দ্বিতীয়টি খুজেঁ পাওয়া যাবে না।
ইরশাদ হয়েছে; অর্থাৎ বল, যদি মানুষ ও জিন এ কুরআনের অনুরূপ হাজির করার জন্য একত্র হয়, তবও তারা এর অনুরূপ জাতির করতে পারবে না। যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। (সূরা আল-ইসবা:৮৮)। আরো ইরশাদ হয়েছে,অর্থাৎ- আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হত তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। (সূরা আন-নিসা: ৮২) আল-কুরআন এমনই এক গ্রন্থ যা পাঠে অর্জিত হয় সাওয়াব।
যার তিলাওয়াত ইবাদত বলে গণ্য। যার চিরসতেজ ঝরণাধারা কখনো শুষ্ক হবার নয়। আল কুরআনের মাহাত্ম্য এখান থেকেও অনুধাবন করা যায় যে, এক পাঠক প্রতিদান পায় বহুগুন বর্ধিত আকারে। হাদীসে উল্লিখিত হয়েছে, আব্দুল্লাহ ইবন মাসঊদ থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করবে সে এর সাওয়াব পাবে।
নিচে আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আল বায়ান ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | কুরআন বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 13.6 MB |
প্রকাশ সালঃ | ২০০৮ |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |