আল কুরআনের বাংলা প্রতিবর্ণীকরণ pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা বিশ্ব জগতের শ্রষ্টা ও পরিচালনাকারী। এ জগতকে তিনি দুধারায় বিভক্ত করতঃ ভিন্ন ভিন্ন নিয়ম-কানুণের অধীনে করে দিয়েছেন। প্রথমত: নভোমন্ডল ও ভূমন্ডলে অবস্থিত জ্বীন ও মানুষ ব্যতিত অপরাপর সৃষ্টি জগত। তাদের জন্যে রয়েছে আল্লাহ পাকের নির্দিষ্ট কতিপয় নির্দেশনা।
এ মোতাবেক তারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দ্বিতীয়ত: জ্বীন ও মানব জাতি মূলত তাদের উদ্দেশ্যই এ জগত সাজানো হয়েছে। আল্লাহ তাআলা এ দুপ্রজাতিকে তারঁ ইবাদাতের জন্য সৃষ্টি করেছেন। এদের পরিচালনার জন্যে যুগে যুগে তারঁ পক্ষ হতে মনোনীত নবী-রাসূল ও আসমানী কিতাব নাযিল করেছেন।
আরও দেখুনঃ শোকার্তের দীর্ঘশ্বাস দ্বিতীয় খন্ড pdf বই ডাউনলোড
সর্বশেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ অবতীর্ণ কিতাব মহাগ্রন্থ আল-কুরআন। আল-কুরআন জীবন জগতের সকল দিক ও বিভাগের সুষ্পষ্ট দিক নির্দেশনা। আল্লাহ তাআলা এ গ্রন্থের সংরক্ষণ করবেন। তাই যুগ পরস্পরায় তিনি এর সংরক্ষনের ব্যবস্থা রেখেছেন।
কুরআন নাযিলের প্রারম্ভ থেকে তা নাযিল হওয়া মাত্রই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তা মুখস্ত করে নিতেন এবং সাহাবায়ে কিরামকেও মুখস্ত করতে উদ্বুদ্ধ করতেন। যারাঁ লিখতে পারতেন তাদেরঁ দ্বারা তিনি তা লিখার ব্যবস্থঅ করতেন। । তারঁ ইন্তেকালের এর মুসলিম জাহানের প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু আল-কুরআন একত্রিত করেন ।
আরও দেখুনঃ আল ফিরাসাত pdf বই ডাউনলোড
এবং তৃতীয় খলীফা উসমান রাদিয়াল্লাহু আনহু একাধিক কপিতে রূপান্তরিত করেন। পরবর্তী বিশ্বমুসলিম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু-এর সংকলিত কুরআনকে তারঁ মৌলিক অবয়দের লিখনশৈলীর উপর ঠিক রেখে ঐক্যমতের ভিত্তিতে নোকতা, হরকত ও বিরাম চিহৃ সংযোজিত করেন্ সারা পৃথিবী আজও ।
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু-এর লিখন শৈলীর সংকলিত কুরানাই রাসমে উসমানীই একমাত্র গ্রহণযোগ্য কুরআন হিসেবে বিবেচিত। আল-কুরআন সংরক্ষণের উদ্যোগের পাশাপাশি কুরআন থেকে মানুষকে ফিরিয়ে রাখতে, এর শক্তি সামর্থকে নিষ্প্রভ করে দিতে আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া ইবন খালফরা যেমনি তৎপর ছিল।
আরও দেখুনঃ ইসলামী চিন্তাধারার উপর একশ একটি মুনাযিরা pdf বই
নিচে আল কুরআনের বাংলা প্রতিবর্ণীকরণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ কুরআন বিষয়ক বইয়ের সাইজঃ 12.3 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ