আল কুরআনের ভাষা pdf বই ডাউনলোড। পার্থিব লাভ কিংবা আগ্রহ যেটাই হোকনা কেন মাতৃভাষার বাইরেও আমরা অনেক ভাষা শিখে থাকি। তবে এর মধ্যে আরবী ভাষা শিক্ষার্থীর সংখ্যা খুচ বেশি নয় যেহেতু আমরা এটা শিক্ষা করার লাভ সম্পর্কে অবগত নই অথবা তেমনভাবে চিন্তা করে দেখিনি। সেক্ষেত্রে আসুন আমরা প্রথমেই দেখি আরবী ভাষা শিখলে আমাদের কি ধরণের উপকার হতে পারে।
প্রথমটা অবশ্যই কুরআনকে বুঝতে পারা। মহান আল্লাহ কুরআনে যেখানে আরবী ভাষার উল্লেখ করেছেন সেখানে আরবী ভাষার মর্যাদা বর্ণনা করেননি বরং মূলত এটা বুজিয়েছে যে তোমাদের জানা আরবী ভাষায় নাযিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তিনি বলেন, নিশ্চয়ই আমি একে করেছি আরবী কোরআন যাতে তোমরা বোঝ। (৪২-৪৩)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল কুরানের ভাষা শিক্ষা pdf বই ডাউনলোড
- কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান pdf বই ডাউনলোড
- আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড
- আল কুরআনের ভাষা pdf বই ডাউনলোড
অন্যান্য কিতাবগুলোও স্ব স্ব নাবীর মাতৃভাষায় নাযিল হয়েছে। ভাষাটা এখানে মূখ্য নয়। মূখ্য হল বার্তা বা সংবাদ যা মহান আল্লাহ তার বান্দাদের বোঝাতে চান। আরবীকে এজন্যই কুরআনের ভাষা হিসেবে নির্বাচন করা হয়েছে যেন আরববাসীরা তা বুঝতে পারেন। মহান আল্লাহ বলেন, এমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ পাশের লোকদের সতর্ক করেন। (৪২-৭)
তাহলে প্রশ্ন জাগে যে, যে সকল অনারবদের ভাষা আরবী নয় তারা কিভাবে বুঝবে! উত্তর খুব সহজ তাদেরকে এটা শিখতে হবে। আর যেহেতু এই কাজটা পৃথিবীর অধিকাংশ মানুষকেই করতে হবে এজন্য মহান আল্লাহ এর শিক্ষাকে সহজ করেছেন। তিনি বারংবার কুরআনে উল্লেখ করেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। (৫৪:১৭) ।
দ্বিতীয়ত. আরবী জানলে কুরআনের আয়াত বা হাদিস মুখস্ত করা অনেক সহজ হয়ে যায়। উদাহরণ স্বরূপ আমরা ক্বদরের নিন্মেক্ত আয়াত তিনটি লক্ষ্য করি, প্রথম আয়াতে আমরা দেখছি “লাইলাতিল ক্বাদরি” পরের আয়াতগুলোতে লাইলাতুল ক্বাদরি। যারা আরবী জানেন না তারা মনে রাখেন এভাবে যে প্রথম লাইলাতিল ও পরের দুটিতে লাইলাতুল।
এমনিভাবে কুরআনে আপনি দেখবেন কোথাও মুমিনুন আবার কোথাও মুমিনিন। সাধারণভাবে মুখস্ত রাখা অনেক কষ্টসাধ্য কিন্তু আরবী জানা থাকলে বাক্যের গঠনই আপনাকে বলে দেবে কোথায় কি হবে। আর পড়তে এবং জানতে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে আল কুরআনের ভাষা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ওয়াফি পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | কুরআন শিক্ষা |
বইয়ের সাইজঃ | 9.07 MB |
প্রকাশ সালঃ | সাল |
বইয়ের লেখকঃ | এস এম নাহিদ হাসান |