আল কুরআনের শৈল্পিক সৌন্দর্য pdf বই ডাউনলোড। এ মূহুর্তে আপনার হাতে যে বইটি আছে তা শুরু করার আগে এর আনুসাঙ্গিক একটি ঘটনা বলে নেয়া দরকার। যতোক্ষণ এ বইটি আমার স্মৃতিপটে সংরক্ষিত ছিল, নির্দিষ্ট কোন আকার আকৃতিতে ছিল না, ততোক্ষণ সে ঘটনাটিকে বর্ণনা করার তেমন প্রয়োজন ও ছিল না।
যখন এটি অস্তিত্ব লাভ করার জন্য ছাপাখানার টেবিল গেল, তখন ঘটনাটিও আর নিজের মধ্যে সীমাবদ্ধ রইলো না। এখন তা প্রকাশ হওয়াই দরকার। তখন আমি খুব ছোট্ট। সবেমাত্র কুরআন পড়া শুরু করেছি, কিন্তু এর মর্মার্থ বা পঠোদ্ধার ছিল আমার আয়ত্তের বাইরে।
আরও দেখুনঃ আল কুরআনের উদাহরন pdf বই ডাউনলোড
তা ছাড়া এর উচ্চামানের বিষয়বস্তুগুলো আমার জ্ঞানের পরিসীমায় আবদ্ধ করা, তাও ছিল অসম্ভব তবু আমি এর প্রতি তীব্র আকর্ষন বোধ করেছি। তিলঅওয়াতের সময় আশ্চর্যজনক বহু ঘটনা আমার মনের পর্দায় উকিঁ মারতো। এ ছবিগুলো ছিল সাদাসিধা ও রঙ্গহীন। তবুও তা আগ্রহ উদ্দীপনার সাথে বার বার কল্পনা করতাম। দীর্ঘ সময় পর্যন্ত সে ধারা অব্যাহত ছিল এবং আমাকে তা আনন্দ দিত।
আমাদের জন্য কত সুন্দর করে আল্লাহ কুরআনকে সাজিঁয়েছেন।
সাদাসিদা এ ছবিগুলোর মধ্যে যেগুলো আমার মনমগজে বদ্ধমূল হয়ে ছিল তার একটি ছবি নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করা মাত্র আমার সামনে ভেসে উঠতো। মানুষের মধ্যে এমন কতিপয় লোক আছে যারা প্রান্তিক অবস্থানে দাড়িয়ে আল্লাহর ইবাদত করে। যদি পার্থিব কোন স্বার্থ দেখে, সেদিকে ঝুকে পড়ে। আর যদি কোন বিপদ বা পরীক্ষায নিমজ্জিত হয় তখন তাদের চেহারাকে ফুরিয়ে ফেলে।
আরও দেখুনঃ আল্লাহর দল ও শয়তানের দল pdf বই ডাউনলোড
প্রকৃত পক্ষে তারা ক্ষতিগ্রস্ত দুনিয়ার এবং আখিরাতে। এই খেয়ালী ছবিটি যদি আমি কারো সামনে উপস্থাপন করি, তার হাসা উচিত। নয়। এ আয়াত শোনা মাত্র আমার স্মৃতিপটে যখন এ ধরণের ছবি ভেসে উঠতো তখন আমি এক গ্রামে থাকতাম। গ্রামের পাশে উপত্যকার মাঝে একটি টিলা ছিল। সেদিকে দৃষ্টি পড়লেই মনের পর্দায় ভেসে উঠতো।
এক ব্যক্তি সেই টিলার ওপর দাড়িয়ে নামায পড়ছে কিন্তু সে সংকীর্ণ টিলার মাথায় দাড়িয়ে থাকতে পারছে না, তা থর থর করে শুধু কাপঁছে। যে কোন মুহূর্তেই ভেঙ্গে পড়তে পারে। আমি দূরে দাড়িয়ে এ অবস্থা দেখছি এবং মনে মনে আশ্চর্য ও রোমাঞ্চিত হয়েছি।
আরও দেখুনঃ মুসলিম কি চার মাযহাবের pdf বই ডাউনলোড
নিচে আল কুরআনের শৈল্পিক সৌন্দর্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খায়রুন প্রকাশনী বইয়ের ধরণঃ কুরআন বিষয়ক বইয়ের সাইজঃ 5.33 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ সাইয়েদ কুতুব অনুবাদঃ মুহাম্মাদ খলিলুর রহমান মমিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ