আল ক্বওলুল মাতীন ফিল-জাহরি বিত-তামীন pdf বই ডাউনলোড। নিশ্চয়ই সর্বোত্তম হাদীস হল আল্লাহর কিতাব। আর উত্তম দিক-নির্দেশনা হল মুহাম্মাদ সাঃএর নির্দেশনা। সর্ব নিকৃষ্ট বিষয় হল দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা। আর প্রতিটি নব উদ্ভাবিত বস্তুই ভ্রষ্টতা। সলাত দ্বীন ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং রবের সান্নিধ্য লাভের সর্বোৎকৃষ্ট মাধ্যম।
যেখানে আল্লাহর রব্বুল ইযযত নিয়মিত সলাত আদায় করাকে ফরয বলেছেন। সেখানে মুহাম্মাদ সাঃ তোমরা সেভাবে সলাত পড় যেভাবে আমাকে সলাত পড়তে দেখছ বলে শর্তারোপ করছেন। অর্থাৎ তাকবীরে তাহরীমা হতে সালাম ফেরানো পর্যন্ত সকল বিষয় রসুলুল্লাহ সাঃএর পদ্ধদি অনুসারে হওয়া আবশ্যক।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- সলাত পরিত্যাগকারীর বিধান pdf বই ডাউনলোড
- ইসলামী বিবাহ pdf বই ডাউনলোড
- তাকওয়ার উপকারিতা pdf বই ডাউনলোড
- ইসলামী বিবাহ pdf বই ডাউনলোড
এ সকল বিষয়ের মধ্যে হতে সলাতের কতিপয় মাসআলা এমন রয়েছে যেগুলো সহীহ হাদীসসমূহ এবং সাহাবা রযিআল্লাহু তাআলা আনহুমদের আমল দ্বারা সাব্যস্ত হওয়া সত্ত্বেও কতিপয় লোকের আপত্তিমূলক সমালোচনার শিকার হয়েছে। যেমন- (সূরা ফাতিহা শেষে) জোরে আমিন বলা। (রুকূর আগে এবং পরে রফউল ইদাইন করা)। (ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা) । (এক রাকআত বিতর…)।
অতচ এ সকল মাসআলাগুলো শাফিঈ বা হাম্বলী হতেও প্রমাণিত আছে এবং তাদের অঞ্চলসমূহে এ মাসআলাগুলোর উপর ধারাবাহিকভাবে আমলও করা হচ্ছে। সুতরাং এ মাসায়েলসমূহের বিরুদ্ধে গায়ের আহলেহাদীসদের সমালোচনা এবং বিরোধিতা মৌলিকভাবেই বাতিল।
মতানৈক্যের মূল কারণসমূহ: আহলেহাদীস আহলে সুন্নাত এবং গায়ের আহলেহাদীসদের মাঝে আসল মতানৈক্য ঈমান, আক্বীদা এবং উসূলের মধ্যে রয়েছে। এ মতানৈক্যের কতিপয় উদাহরণ নিম্নরূপ-
রসূলুল্লাহ সাঃ এর ইত্তিবা বা আনুগত্য: এরশাদে বারী তাআলা, অর্থাৎ- হে নবী!! তুমি বলে দাও! যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তবে আমার আনুগত্য কর। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাসমূহকে মাফ করে দিবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়ালু। বলে দাও! আল্লাহ এবং রসূলের আনুগত্য কর। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা জেনে রাখুক অবশ্যই আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না।
অন্যত্র এরশা আছে, অর্থাৎ- এবং তোমরা তারঁ আনুগত্য কর। যেন হিদায়াতপ্রাপ্ত হও। এরশাদে বারী তাআলা, আমার অনুকরণ কর। এটাই সরল পথ। সূরা নিসায় চূড়ান্ত ফায়সালা হিসাবে এরশাদ রয়েছে, যদি তোমরা কোন বিষয়ে বিবাদ কর, তবে তা বিবাদকৃত বিষয়টি আল্লাহ এবং তারঁ রসূলের প্রতি ফিরিয়ে দাও। যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাসী হও।
নিচে আল ক্বওলুল মাতীন ফিল-জাহরি বিত-তামীন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | সুন্নাহ পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | সলাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 5.16 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ |
বইয়ের লেখকঃ | শাইখ যুবায়ের আলী যাঈ রহ. |
অনুবাদকঃ | আহমাদুল্লাহ |