আল ফাতাওয়া আল মাক্কীয়্যাহ pdf বই ডাউনলোড। (১.) প্রশ্নঃ রমযান মাসে ওমরা করার ফযীলত সম্পর্কে কোনো সহীহ হাদীস আছে কি? (উত্তর); পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। হ্যাঁ, রমযান মাসে ওমরা করার ফযীলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর থেকে সহীহ হাদীস বর্ণিত আছে। ইমাম মুসলিম তারঁ সহীহতে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: রমযানের ওমরা একটি হজ্বের সমান। অন্য বর্ণনায় রমযানের ওমরা আমার সাথে হজ্ব করার সমান।
প্রশ্ন (2); মক্কা শরীফে রমযানের সিয়াম সাধনার ব্যাপারে কোনো সহীহ হাদীস পাওয়া যায় কি? অধিক পরিমাণে তাওয়াফের ফযীলত সম্পর্কে ও সহীহ হাদীস আছে কি? উত্তর; প্রশ্নটির প্রথম অংশ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহীহ হাদীস মক্কায় রোযা রাখার ফযীলত সম্পর্কে নেই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ছাত্র ছাত্রীদের জন্য নির্বাচিত ফাতাওয়া pdf বই ডাউনলোড
- হজ্জ্ব উমরার জরুরী মাসায়েল pdf বই ডাউনলোড
- মাসায়েলে হজ্ব ও উমরাহ pdf বই ডাউনলোড
- আইএস এর সম্পূর্ণ ইতিহাস pdf বই ডাউনলোড
- রমযানের ফযীলত গুনাহ মাফের মাস pdf বই
তবে নামাযের ন্যায় মক্কায় সিয়াম সাধনার ফযীলত সম্পর্কে যঈফ দুর্বল হাদীস রয়েছে। আর অধিক তাওয়াফের বিষয়টি হলো যেহেতু তাওয়াফ করা নেক কাজসমূহের অন্যতম। আর নেককাজ অধিক পরিমানে করাও উত্তম।
আল্লাহ তাআলা বলেন- তোমরা পাথেয় অবলম্বন কর। আর নিশ্চয় উত্তম পাথেয় হলো তাকওয়া। (সূরা আল-বাকারাহ: ১৯৭) কিন্তু যখন মওসুমের সময় হয় হজ্বের মওসুম অথবা ওমরার মওসুম তখন সাধারণত মানুষের অধিক পরিমাণে তাওয়াফ করা উচিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুকরণে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্বের ক্ষেত্রৈ তাওয়াফে হজ্ব, তাওয়াফে কুদুম, তাওয়াফে ইফাদাহ ও বিদায়ী তাওয়াফ ব্যতীত অণ্য কোনো তাওয়াফ করেন নি। আর এটা হলো তাওয়াফকারীদের জন্য স্বাচ্ছন্দে তাওয়াফের সুযোগ তৈরী করে দেওয়ার জন্য ।
প্রশ্ন ৩; হজ্ব ও ওমরার উদ্দেশ্যে গমনকারীর সঙ্গে হারাম খেলা-ধুলার সামগ্রী সঙ্গে নেওয়ার হুকুম কি? উত্তর; হারাম যন্ত্রসামগ্রী বহন করা, যখন মানুষ সেগুলো ব্যবহার করবে নিশ্চয় তা অপরাধ। আর অপরাধ বা গুনাহ বার বা করা কবীরা গুনাহে পরিণত হয়। আর যখন সেটা হজ্ব বা ওমরার ইহরাম করার পর হবে, তখন তা অধিক গুনাহের কারণ।
কেননা মহান আল্লাহ বলেন- যে অর্থাৎ-”যে ব্যক্তি হজ্ব করা নির্ধারণ করবে, তবে সেখানে কোনো অশ্লীলতা, ফুসুকী, ঝগড়া-বিবাদ নেই।” (সূরা আল বাকারাহ:১৯৭) অতএব, প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো হজ্ব ও ওমরাহ গমনে বা প্রত্যাবর্তনে অথবা উভয়ের মধ্যে হারাম বা আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকা। বইটি যদি সম্পূর্ণ পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে আল ফাতাওয়া আল মাক্কীয়্যাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ফতোয়া বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.23 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ |
বইয়ের লেখকঃ | শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল উসাইমীন রহ. |
অনুবাদকঃ | ড. মোঃ আব্দুল কাদের |