আল ফিতান ওয়াল মালাহিম pdf বই ডাউনলোড। যুবাইর ইবনু মুতইম রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন—এক মহিলা নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এল এবং কোন এক ব্যাপারে নবিজির সঙ্গে কথা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার আসার আদেশ দিলেন। মহিলাটি বলল – হে আল্লাহ্র রাসূল! এরপরে আমি আবার এসে যদি আপনাকে না পাই? স্ত্রীলোকটি এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যুর কথা বোঝাতে চাচ্ছিল।
তখন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন—যদি আমাকে না পাও, তাহলে আবু বাকরের কাছে আসবে । ব্যাখ্যা: উক্ত হাদিসে ইঙ্গিত দেয়া হচ্ছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তি মুসলিমগণের দায়িত্বভার আবু বকরের কাঁধেই ন্যস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর খেলাফতনামা লিখতে চাইলেন। কিন্তু পরে তিনি তার ইচ্ছা ত্যাগ করলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফিতনার যুগে মুজাহিদদের প্রতি নসিহত pdf বই ডাউনলোড
- শেষ দিবস pdf বই ডাউনলোড
- কেসাস অসিয়ত ও রোযা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—তোমরা তোমরা আমার পরে আবু বাক্ ও উমারের অনুসরণ করবে। এ অনুচ্ছেদে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ও আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকেও আরো অনেক হাদিস বর্ণিত আছে । উদ্দেশ্য হচ্ছে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই বলেছিলেন সেভাবেই ঘটেছে তা প্রমাণ করা।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিলাফাত-এর দায়িত্বে ন্যস্ত ছিলেন। তারপর এই গুরু দায়িত্ব আঞ্জাম দিয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তা অক্ষরে অক্ষরে সুপ্রমাণিত হয়েছে।
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—যখন কিসরা ধ্বংস হয়ে যাবে, তারপরে আর কোন কিসরা হবে না। আর যখন কায়সার ধ্বংস হয়ে যাবে, অতঃপর আর কোন কায়সার হবে না। যাঁর হাতে আমার প্রাণ তাঁর কসম, তোমরা অবশ্যই উভয় সাম্রাজ্যের ধন-ভান্ডার
আল্লাহ্র পথে ব্যয় করবে।
নোট: আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বর্ণনা করেছেন, হযরত আবু বকর উমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহু-এর যামানায় তাই ঘটেছে। কায়সার এর রাজ্য প্রধানের নাম ছিল ‘হিরাক্লিয়াস’। মুসলানদের বিজয় পরবর্তি তার ক্ষমতার গদি শাম এবং জাযিরাহ্ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। নামে মাত্র রোম অঞ্চলে কিছুটা দাপট বিদ্যমান ছিল। আরবরা রোমের সাথে সংযুক্ত শাম এবং জাযিরাহ-এর রাজাকে ‘কায়সার’ বলে ডাকা হতো।
নিচে আল ফিতান ওয়াল মালাহিম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আর-রিহাব পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 74.22 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | আল্লামা ইবনু কাসির রহ |
বইয়ের অনুবাদকঃ | আহমাদ রিফাত |