আশরাফুল হিদায়া ১ম খন্ড
আশরাফুল হিদায়া ১ম খন্ড pdf বই ডাউনলোড। হামদ ও সালাতের পর ফিক্হ শাস্ত্রে সর্বজনবিধিত, সুবিখ্যাত গ্রন্থ আল্লামা শায়খুল ইসলাম বুরহানউদ্দিন হাসান আলী ইবনে আবূ বকর আল ফারগানানী আলমুরগীনানী রহঃ (মৃত্যুঃ ৫৯৩ হিজরী) কর্তৃক বিরচিত হিদায়া এর পরিচয় সম্মানিত ওলামায়ে কেরাম ও পাঠক সমাজের নিকট নতুন করে তুলে ধরার কোন অবকাশ রাখে না।
এটা স্ব-স্থানে মহা আলোড়ন সৃষ্টিকারী সকল মাযহাবের আলোচনা-পর্যালোচনা, নকলী ও আকলী দলিলের সমন্বয়ে সংকলিত আপন মর্যাদায় উদ্ভাসিত এক অনন্য গ্রন্থ। প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সকল মাদরাসায় এটি পাঠ্যসূচীর শীর্ষে স্থান করে নিয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল হিদায়া ১ম খন্ড pdf বই
- আল হিদায়া ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আল হিদায়া ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আশরাফুল হিদায়া ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আশরাফুল হিদায়া ৩য় খন্ড pdf বই ডাউনলোড
মূলত হিদায়া কিতাবখানাতে ইলমে ফিকহের প্রয়োজনীয় সকল বিধানাবলির বিশদ ব্যাখ্যা সুচারুরূপে প্রদান করা হয়েছে। কিন্তু বাংলা ভাষাভাষী ও শিক্ষার্থীগণ ও পাঠক সমাজের পক্ষে এ সুবিখ্যাত গ্রন্থের সরাসরি অর্থ ও ব্যাখ্যা অনুধাবন করা প্রায় অসম্ভব ব্যাপার।
তাই সহজবোধ্য করার নিমিত্তে এ কিতাবটির বঙ্গানুবাদ ও প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় সন্নিবেশিত করা হয়েছে। এ জাতীয় কিতাব বাংলাদেশে এটাই প্রথম। ইসলামিয়া কুতুবখানা এ গ্রন্থটির ব্যাখ্যা সমৃদ্ধ বঙ্গানুবাদ করে বাংলা ভাষাভাষী ইলম পিপাসু পাঠক মহলের সুপ্ত আকাঙ্খা বিকাশের গৌরব অর্জন করেছে মাত্র।
নিচে আশরাফুল হিদায়া ১ম খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিয়া কুতুবখানা বইয়ের ধরণঃ মাসআলা, আমল ও দলীল বইয়ের সাইজঃ 18.4 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ বুরহানউদ্দিন হাসান আলী ইবনে আবূ বকর আল ফারগানানী আলমুরগীনানী রহঃ অনুবাদঃ মাওলানা মুহাম্মদ ইশহাক ফরীদি গংডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ