আশরাফুল হিদায়া ৩য় খন্ড
আশরাফুল হিদায়া ৩য় খন্ড pdf বই ডাউনলোড। শরিয়তে নিকাহ (বিবাহ)- এর তাৎপর্যঃ ইসলামি শরিয়তে বৈবাহিক সম্পর্কের গুরুত্ব তাৎপর্য এত অধিক যে, যদি তা সঠিক নিয়মে স্থাপন এবং তারপর যথার্থভাবে এর দায়িত্বসমূহ পালন করা হয় তাহলে এ সম্পৃক্ততা নফল ইবাদতে লিপ্ত থাকা অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ ও উত্তম। প্রখ্যাত ফিকহ গ্রন্থ বাদায়ে উস-সানায়ে ও দুররে মুখতারের ভাষা হলো – “অর্থাৎ ফরজ ও সুন্নত ঠিক রেখে বৈবাহিক জীবন যাপন, নফল ইবাদতে ডুবে থাকার চেয়ে উত্তম।
বস্তুত ফিকহবিদগণের উক্ত মন্তব্য হযরত আনাস রাযিঃ সূত্রে বর্ণিত রাসূল সাঃ এর একটি হাদীসের সারমর্ম। হাদীসটি হলো এই – “ বান্দা যখন বিবাহ করলো তখন সে তার বাকি অর্ধেক ঈমানও পূর্ণ করে নিল। [যেন বিবাহ ব্যতীত ঈমান আশঙ্কার মধ্যে থাকে।] – বায়হাকি।
এই কথার গূড় রহস্য এই যে, চারিত্রিক ও আত্মিক উৎকর্ষের ভিত্তি কৌমার্য ও বৈরাগ্য জীবনের উপর নয়; বরং সমাজের একজন সদস্য হিসেবে তার উপর যে সকল দায়িত্ব ও কর্তব্য আরোপিত হয় যথা- সন্তান প্রতিপালন, তাদের সুশিক্ষা দান।
পিতামাতা, ভাই-বন্ধু ও প্রতিবেশীর যাবতীয় হক আদায় ইত্যাদি সুচারুরূপে আঞ্জাম দেওয়ার মধ্যে চরিত্র ও আত্মার উৎকর্ষ লাভ হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আসহাবে রাসূলের জীবনকথা ৩য় খন্ড
- বৈবাহিক সমস্যা ও কোরআনের সমাধান pdf বই ডাউনলোড
- অবৈধ সম্পর্কের কারণে বেদনা pdf বই ডাউনলোড
- আশরাফুল হিদায়া ২য় খন্ড pdf বই
- আশরাফুল হিদায়া ৯ম খন্ড pdf বই ডাউনলোড
কেননা, এতে শুধু নিজেকেই ইহ ও পারলৌকিক অনিষ্ট থেকে রক্ষা করা হয় না। বরং একটি পরিবার ও একটি সমাজকেও রক্ষা করার প্রয়াস চলে।
বৈবাহিক সম্পর্ক নফল ইবাদত অপেক্ষা উত্তম হওয়ার কারণ সম্বন্ধে ফিকহবিদগণ লিখেন – “কারণ তাতে চারিত্রিক পরিশীলন এবং সমাজের আরো দশজনের সাথে মিলেমিশে থাকা, সন্তান প্রতিপালন এবং আত্মীয় ও অসহায়দের ব্যয় নির্বাহের কষ্ট স্বীকারের মাধ্যমে মনের উদারতা আসে এবং আসে স্ত্রী ও নিজের আত্মিক পবিত্রতা ও স্থলনমুক্ত। ”
নিচে আশরাফুল হিদায়া ৩য় খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিয়া কুতুবখানা বইয়ের ধরণঃ মাসআলা, আমল ও দলীল বইয়ের সাইজঃ 17.6 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ বুরহানউদ্দিন হাসান আলী ইবনে আবূ বকর আল ফারগানানী আলমুরগীনানী রহঃ অনুবাদঃ মাওলানা মোহাম্মদ আবু মূসা গংডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ