আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড
আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড। সাহাবী শব্দটি আরবী ভাষার ‘সুহবত’ শব্দের একটি রূপ। একবচনে ‘সাহেব’ ও ‘সাহাবী’ এবং বহুবচনে ‘সাহাবা’ ব্যবহৃত হয়। আভিধানিক অর্থ সংগী, সাথী, সহচর, এক সাথে জীবন যাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী। ইসলামী পরিভাষায় ‘সাহাবা’ শব্দটি দ্বারা রাসূলুল্লাহ সাঃ এর মহান সংগী-সাথীদের বুঝায়। ‘সাহেব’শব্দটির বহুবচনের জন্য ‘সাহেব’-এর বহুবচনে ‘সাহাবা’ ছাড়া ‘আসহাব’ ও ‘সাহব’ ও ব্যবহৃত হয়ে থাকে।
আল্লামা ইবনে হাজার রহঃ ‘আল-ইসাবা ফী তাময়ীযিস সাহাবা’ গ্রন্থে সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, “সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাঃ এর প্রতি ঈমান সহকারে তাঁর সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আসহাবে রাসূলের জীবনকথা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- রাসূলের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড
উপরোক্ত সংজ্ঞায় সাহাবী হওয়ার জন্য তিনটি শর্ত আরোপ করা হয়েছে।
১. রাসূলুল্লাহ সাঃ এর প্রতি ঈমান।
২. ঈমানের সহিত তাঁর সাথে সাক্ষাৎ
৩. ইসলামের ওপরই মৃত্যুবরণ।
প্রথম শর্তটি দ্বারা এমন লোক সাহাবী বলে গণ্য হবে না, যারা রাসূলুল্লাহ সাঃ এর সাক্ষাৎ তো লাভ করেছে কিন্তু ঈমান আনেনি। যেমনঃ আবু জাহল, আবু লাহাব প্রমুখ মক্কার কাফিরবৃ্ন্দ।
দ্বিতীয় শর্ত, অর্থাৎ সাক্ষাৎ দ্বারা এমন ব্যক্তিত্ব সাহাবী বলে গণ্য হবেন। যিনি রাসূলুল্লাহ সাঃ িএর তো সাক্ষাৎ লাভ করেছেন, কিন্তু অন্ধত্ব বা এ জাতীয় কোন অক্ষমতার কারণে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন। যেমন, অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম রাযিঃ।
তৃতীয় শর্ত, অর্থাৎ মাউত আলাল ইসরঅম দ্বারা এমন লোকও সাহাবীদের দলে শামিল হবেন, যাঁরা ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাঃ এর সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। তারপর মুরতাদ (ধর্মত্যাগী) হয়েছেন। তারপর আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন। পুনরায় িইসলাম গ্রহণের পর নতুন করে রাসূলুল্লাহ সাঃ এর সাক্ষাৎ লাভ না করলেও তিনি সাহাবী বলে গণ্য হবেন।
নিচে আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা। বইয়ের ধরণঃ রাসূল সাঃ এর সাথী বা সঙ্গীদের জীবনী বইয়ের সাইজঃ 8.97 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ মুহাম্মদ আবদুল মা’বুদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ