আসহাবে রাসূলের জীবনকথা ৫ম খন্ড
আসহাবে রাসূলের জীবনকথা ৫ম খন্ড pdf বই ডাউনলোড। হাফেজ আবু বকর ইবন খতীব আল-বাগদাদী বলেনঃ উল্লেখিত ভাব ও বিষয়ের হাদীস ও আখবারের সংখ্যা অনেক এবং সবই ‘নাসসুল কুরআনের’ ভাবের সাথে সংগতিপূর্ণ। অর্থাৎ তাতে সাহাবীদের সুমহান মর্যাদা, আদালত, পবিত্রতা ইত্যাদি ভাব ব্যক্ত হয়েছে। আল্লাহ ও রাসূল সাঃ কর্তৃক তাদের আদালতের ঘোষণা দানের পর পৃথিবীর আর কোন মানুষের সনদের মুখাপেক্ষী তাঁরা নন।
আল্লাহ ও রাসূল সাঃ তাঁদের সম্পর্কে কোন ঘোষণা না দিলেও তাঁদের হিজরত, জিহাদ, সাহায্য, আল্লাহর রাহে ধন-সম্পদ ব্যয়। এবং পিতা ও সন্তানদের হত্যা, দ্বীনের ব্যাপারে উপদেশ। ঈমান ও ইয়াকীনের দৃঢ়তা ইত্যাদি কর্মকান্ড এ কথা প্রমাণ করতো যে, আদালত, বিশ্বাস, পবিত্রতা, ইত্যাদি ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ন্যায় পরায়ণ ও পবিত্র ব্যক্তিই জন্মগ্রহণ করুন না কেন, তাঁরা ছিলেন সকলের থেকে উত্তম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আসহাবে রাসূলের জীবনকথা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
- রাসূলের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড
কোন কোন সাহাবীর জীবদ্দশায় রাসূল সাঃ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তবে মুসলিম পন্ডিতদের অনেকে সাহাবীদের সকলেই জান্নাতি বলে অভিমত ব্যক্ত করেছেন। ইবনে হাজার ‘আল-ইসাবা’ গ্রন্থে স্পেনের ইমাম ইবন হাযামের মন্তব্য উদ্ধৃত করেছেন। তিনি বলেনঃ সাহাবীদের সকলেই নিশ্চিতভাবে জান্নাতি।
রাসূল সাঃ তাঁর সাহাবীদের গালি দেওয়া বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সমালোচনা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেনঃ আল্লাহ, আল্লাহ! আমার পরে তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্যে পরিণত করো না। তাদেরকে যারা ভালোবাসে, আমার মুহাব্বতের খাতিরেই তারা ভালোবাসে। আর যারা তাদেরকে হিংসা করে, আমার প্রতি হিংসার কারণেই তারা তা করে।
নিচে আসহাবে রাসুলের জীবনকথা ৫ম খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা। বইয়ের ধরণঃ রাসূল সাঃ এর সাথী বা সাহাবীদের জীবনী বইয়ের সাইজঃ 18.7 MB প্রকাশ সালঃ ২০০৮ বইয়ের লেখকঃ মুহাম্মদ আবদুল মা’বুদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ