আসহাবে রাসূলের জীবনকথা ৬ষ্ঠ
আসহাবে রাসূলের জীবনকথা ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড। সাহাবী চিনবার উপায়ঃ প্রশ্ন হতে পারে, কে সাহাবী এবং কে সাহাবী নয়? তা কিভাবে নির্ণয় করতে হবে? ‘রিজাল ও হাদীস’ শাস্ত্র বিশারদগণ এ ব্যপারে কতিপয় মূলনীতির অনুসরণ করেছেন।
প্রথমত, ‘খবরে তাওয়াতুর’ অর্থাৎ একজন মানুষ সম্পর্কে যখন প্রতিটি যুগের অসংখ্য মানুষ বর্ণনা বা সাক্ষ্য দেবে যে তিনি সাহাবী ছিলেন।
দ্বিতীয়ত, ‘খবরে মাশহুর’ অর্থাৎ প্রতিটি যুগের প্রচুর সংখ্যক মানুষ সাক্ষ্য দিতে যে, অমুক সাহাবী।
তৃতীয়ত, কোন একজন সাহাবীর বর্ণনা বা সাক্ষ্যের ভিত্তিতে ।
চতুর্থত, কোন একজন প্রখ্যাত তাবেঈর বর্ণনা বা সাক্ষ্যের ভিত্তিতে।
পঞ্চমত, কেউ নিজেই যদি দাবী করেন, আমি সাহাবী। সে ক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য তাঁর মধ্যে আছে কি না দেখতে হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আসহাবে রাসূলের জীবনকথা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ২য় খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- রাসূলের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড
(১) আদালত বা ন্যায় নিষ্ঠতা। এটি সাহাবীদের বিশেষ গুন। সাহাবিয়্যাতের দাবীদার ব্যক্তির মধ্যে এ গুনটি অবশ্যই থাকতে হবে।
(২) ‘মুয়াসিরাত’ বা সমসাময়িকতা। সাহাবীদের যুগ শেষ হয়েছে হিজরী ১১০ সনে। কারণ, রাসূল সাঃ তাঁর ইন্তিকালের একমাস পূর্বে বলেছিলেন, আজ এ পৃথিবীতে যারা জীবিত আছে, আজ থেকে একশ বছর পর তারা কেউ জীবিত থাকবে না।
সুতরাং হিজরী ১১০ সনের পর কেউ জীবিত থাকলে এবং সে সাহাবী বলে দাবী করলে, রিজাল শাস্ত্র বিশারদগণ তাকে সাহাবী বলে মেনে নেননি। অনেকে এমন দাবী করেছিলেন; কিন্তু সে দাবী মিথ্যা প্রতিপন্ন হয়েছে। তাদের জীবনীও ‘রিজাল’ শাস্ত্রে লিখিত আছে। এছাড়াও সাহাবী নির্ধারণের আরো কিছু নিয়ম নীতি মুহাদ্দিসগণ অনুসরণ করেছেন।
সাহাবিদের সংখ্যা যে কত তা সঠিকভাবে নির্ণয় করা যায় না। ইমাম আবু যারআ আর-রাযী বলেছেন, রাসূল সাঃ যখন ইন্তিকাল করেন, তখন যারা তাঁকে দেখেছেন এবং তাঁর কথা শুনেছেন এমন লোকের সংখ্যা নারী-পুরুষ মিলে এক লাখেরও ওপরে। তাদের প্রত্যেকই রাসূল সাং এর হাদীস বর্ণনা করেছেন। তাহলে যে সকল সাহাবী কোন হাদীস বর্ণনা করেন নি, তাঁদের সংখ্যা যে কত বিপুল তা সহজেই অনুমেয়।
নিচে আসহাবে রাসূলের জীবনকথা ৬ষ্ঠ খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার ঢাকা। বইয়ের ধরণঃ রাসূল সাঃ এর সাথী বা সাহাবীদের জীবনী বইয়ের সাইজঃ 18 MB প্রকাশ সালঃ ২০০৮ বইয়ের লেখকঃ মুহাম্মদ আবদুল মা’বুদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ