আসান ফেকাহ ২য় খন্ড
আসান ফেকাহ ২য় খন্ড pdf বই ডাউনলোড। দীর্ঘদিন থেকে ইলমে ফেকাহের উপর এমন একটি গ্রন্থের প্রয়োজন গভীরভাবে অনুভূত হচ্ছিল যা হবে সংক্ষিপ্ত অথচ প্রত্যেক মুসলিমের জীবনের সর্ব দিকের প্রয়োজন মেটাবে। আল্লাহ শোকর মাওলানা মুহাম্মাদ ইউসুফ ইসলাহী কর্তৃক উর্দূ ভাষায় রচিত আসান ফেকাহ আমাদের সে প্রয়োজন পূর্ণ করেছে।
এখানে উল্লেখযোগ্য যে, বর্তমানে মুসলিম বিশ্বে ইলমে ফিকাহের চারটি মত প্রচলিত রয়েছে, তাহলো হানাফী, মালেকী, শাফেয়ী ও হাম্বলী। এছাড়াও ভিন্ন একটি মতেরও অনুসারী রয়েছে যারাঁ উপরোক্ত চার মতের কারো অনুসরণ করেন না।
আরও দেখুনঃ কুসংস্কার ইমান pdf বই ডাউনলোড
তারা সরাসরি কুরান ও হাদীসের অনুসরণের পক্ষপাতী। তারাঁ সালাফী বা আহলে হাদীস নামে পরিচিত। উপরোক্ত সব মতই সঠিক। সব মতের ভিত্তিই কুরআন ও হাদীসের উপর প্রতিষ্ঠিত। সকলেরই প্রচেষ্টা ছিল কুরআন ও হাদীসের সার্বিক অনুসরণ ।
উপরোল্লেখিত মতপার্থক্যের কারণে একে অন্যের উপর দোষারোপ করা একে অন্যকে দীন থেকে খারেজ মনে করে মুসলিম উম্মার ঐক্যে ফাটল সৃষ্টির প্রচেষ্টা কোনো মুখলেস হকপন্থির কাজ হতে পারে না। নামায ও যাকাত প্রকৃতপক্ষে গোটা দ্বীনের প্রতিনিধিত্বকারী দুটি গুরুত্বপূর্ণ ইবাদত।
আরও দেখুনঃ আসান ফেকাহ pdf বই ডাউনলোড
দৈহিক ইবাদাতে নামায সমগ্র দ্বীনের প্রতিনিধিত্ব করে। আর আর্থিক ইবাদাতে যাকাত সমগ্র দ্বীনের প্রতিনিধিত্ব করে। দ্বীনের পক্ষ থেকে বান্দাহদের হক আদায় করার গভীর অনুভূতি সৃষ্টির করে। আর এ দু প্রকারের হক ঠিক ঠিক আদায় করার নামই ইসলাম। যাকাত ইসলামের তৃতীয় বৃহৎ রুকন বা স্তম্ভ।
উপমহাদেশে সব মতেরই অনুসারীই রয়েছে। কিন্তু হানাফী মতের অনুসারীদের সংখ্যাই অধিক বিধায় মতপার্থক্য এড়িয়ে শুধুমাত্র হানাফী মতের উপর ভিত্তি করেই এ গ্রন্থ প্রণীত রয়েছে। যাতে করে সাধারণ মুসলমান দ্বিধাহীন চিত্তে ও পূর্ণ নিশ্চিন্ততার সাথে নিজস্ব মাযহাবের অনুসরণ করতে পারে। তবে প্রায় ক্ষেত্রে আহলে হাদীসের অভিমতও সন্নিবেশিত করা হয়েছে।
আরও দেখুনঃ নারির স্বাধীনতা pdf বই ডাউনলোড
নিচে আসান ফেকাহ ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক প্রকাশনী বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 6.88 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ মাওলানা মুহাম্মাদ ইউসুফ ইসলাহী অনুবাদঃ আব্বাস আলী খানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ