আহকামে জিন্দেগী সম্পূর্ণ পরিমার্জিত
আহকামে জিন্দেগী সম্পূর্ণ পরিমার্জিত pdf বই ডাউনলোড। ইসলাম মানব জীবনের একটি মুকাম্মাল হেদায়াত ও পূর্ণ দিক নির্দেশনা। মানব জীবনের সর্ববৃহৎ বিষয় থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের ব্যাপারেও ইসলামের দিক নির্দেশনা ও নীতিমালা রয়েছে। জীবনের এমন কোন বিষয় নেই যেখানে ইসলাম নিরব; এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইসলামের নীতি ও দিক নির্দেশনা অনুপস্থিত । উম্মতের ফুকাহা, উলামা, বুযুর্গানে দ্বীন ও মনীষীগন কুরআন ও হাদীছ থেকে চয়ন করে ।
এসব নীতিমালা ও দিন নির্দেশাবলী বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, যেন মানুষ সেগুলো জেনে সে অনুযায়ী তার পূর্ণ জীবন ঢেলে সাজাতে পারে এবং যেন মানুষ এভাবে পূর্ণ মুসলমান হতে পারে । যার মধ্যে পূর্ণ মান্যতা থাকে সেই তো পূর্ণ মুসলমান।
আরও দেখুনঃ আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
একটি গ্রন্থেই জীবনের সবকিছ নিয়ে আলোচনা করা ও যাবতীয় হুকুম-আহকাম বিশদ ব্যাখ্যা সহকারে বয়ান করা সম্ভব নয় তা সকলেরই বোধগম। তাই এ গ্রন্থে বিরল বিষয়াদি বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্যেই আলৈাচনাকে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং আলোচনা সংক্ষিপ্ত ভাবে করা হয়েছে, দার্শনিক ও বিবরণমূলক আলোচনার বাহুল্য বর্জন পূর্বক ব্যবহারিক ও আমলের সাথে সংশ্লিষ্ট বিষয়কেই প্রাধান্য দেয়া হয়েছে।
মানব জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়াদিকে সাধারণতঃ পাচঁ ভাগে বিভক্ত করা হয়- কিছু ঈমান আকীদার সাথে সম্পর্কিত, কিছু ইবাদাতের সাথে সম্পর্কিত, কিছু মুআমালাত তথা লেন-দেন ও কায়-কারবারের সাথে মম্পর্কিত, কিছু মুআশারাত তথা পারস্পারিক আচার ব্যবহান। মানব জীবনের বিভিন্ন দিক ও বিষয় সম্পর্কে উম্মতের এসব লেখনী শত শত গ্রন্থে।
আরও দেখুনঃ মুনাফিকের আলামত pdf বই
এবং বিভিন্ন ভাষায় রচিত গ্রন্থ ছড়িয়ে রয়েছে; যার সবটা বোঝাএবং সবটা সংগ্রহ করা সকলের পক্ষে দুঃসাধ্যও বটে। এ প্রেক্ষিতে প্রয়োজন ছিল একটি গ্রন্থে সহজ সরল ভাষায় সব ধরনের তথ্য এবং জীবনের সব আহকাম যথাসাধ্য একত্রিত ভাবে পেশ করার। এরই ভিত্তিতে আহকামে যিন্দেগী নামক এ গ্রন্থখানা রচনা ও সংকলনের প্রয়াস।
আরও দেখুনঃ রূহে তাসাওউফ pdf বই ডাউনলোড
নিচে আহকামে জিন্দেগী সম্পূর্ণ পরিমার্জিত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আযয়ায় বইয়ের ধরণঃ ঈমান ও আমল বিষয়ক বই বইয়ের সাইজঃ 19.02 MB প্রকাশ সালঃ ১৯৯৮ ইং বইয়ের লেখকঃ মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন অনুবাদকঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ