আহমদ দীদাত জিবনী pdf বই ডাউনলোড। আহমদ দীদাত নামের ব্যক্তিটি বাংলাদেশের মুসলমানদের কাছে সুপরিচিত না হতে পারেন কিন্তু পাশ্চাত্য বিশ্বের অনেক অমসুলিমের কাছে সুবিদিত। এর কারণ হচ্ছে, দীদাত অন্যান্য মুসলমান আলেম, সাধক , পন্ডিত বা আধ্যাত্মিক শক্তিধারি বুজুর্গ ব্যক্তিদের মত মুসলমানদের মধ্যে ইসলামের চিরন্তন বাণীগুলোকে প্রচার করার জন্য ব্রত গ্রহণ করেননি। তিনি চেয়েছিলেন, বির্ধমীদের মধ্যে, বিশেষ করে খ্রীষ্টানদের মধ্যে ইসলামের অবিকৃত ও শাশ্বত বাণীগুলোকে ছড়িয়ে দিতে।
কেননা, কুরআন পাকে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত বির্ধমীদের কাছে পৌঁছে দেবার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। দীদাত এই দাওয়াতী কাজের জন্য নিজেকে গড়ে তুলেছিলেন অনলস অধ্যবসায়ের দ্বারা। প্রায় চার দশকের অধিক সময় ধরে তিনি এই কাজে নিজেকে সক্রিয়ভাবে ব্যাপৃত রেখেছিলেন।
আরও দেখুনঃ আহমদ দিদাত রচনাবলী pdf বই ডাউনলোড
নানা রকম প্রতিবন্ধকতা অতিক্রম করে তিনি এগিয়ে গিয়েছিলেন তারঁ লক্ষ্য বাস্তবায়িত করার জন্য। দীদাতের পুরো নাম হচ্ছে শেখ আহমদ হোসেন দীদাত। ১৯১৯ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সুরাত জিলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন পেশায় একজন দর্জী। দীদাতের জন্মের অব্যবহিত পর-ই পিতা দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন ভাগ্যের অন্বেষণে।
সংক্ষিপ্ত জিবনী।
মা-কে দীদাত শেষবারের জন্য দেখেছিলেন ভারত থেকে চলে আসবার সময়। দক্ষিণ আফ্রিকা পৌঁছাবার মাত্র কয়েক মাস পরে-ই দীদাতের মাতা পরলোকগমন করেন। ১৯২৭ সালে দীদাত যখন দক্ষিণ আফ্রিকায় আসেন তখন তিনি ছিলেন কর্পদকহীন। তারঁ না ছিলো কোন আনুষ্ঠানিক শিক্ষা না পারতেন তিনি ইংরেজি বলতে। বিদেশ-বিভূঁই-তে বসে বালক দীদাত তারঁ ভবিষৎ কর্মপন্থা স্থির করতে লাগলেন।
আরও দেখুনঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহঃ জিবনী বই ডাউনলোড
কে তখন জানতো, এই বালকটি একদিন অসাধারণ ধীশক্তিসম্পন্ন পন্ডিত হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবেন? বালক দীদাত ভাষার প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য প্রথমে শিক্ষা- দীক্ষার প্রতি একাগ্রচিত্তে আত্মনিয়োগ করেন। আর তাতে আশানুরূপে ফল-ও লাভ হতে লাগলো। কঠোর অধ্যবসায়ের সাথে পড়াশোনা করে বিদ্যালয়ে কৃতিত্বের সাথে বছরের পর বছর উত্তীর্ণ হতে লাগলেন।
কিন্তু অর্থাভাবে ষষ্ঠ শ্রেণীর পর আর তারঁ পক্ষে বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা সম্ভব হল না। মাত্র ১৬ বৎসর বয়তে তাকেঁ স্কুল ছেড়ে দোকানে দোকানে বিক্রেতাকর্মী হিসেবে কাজ করতে হল রুজি-রুজগার সংস্থান করার তাগিদে। এই চাকরি করতে গিয়ে একটি উল্লেখ্যযোগ ঘটনা তারঁ জীবনে মোড় ঘুরিয়ে দেয়।
আরও দেখুনঃ খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
নিচে আহমদ দীদাত জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now