আহলে বায়তের ফযীলত pdf বই ডাউনলোড। হযরত সা’ঈদ ইবনে মনসূর তাঁর সুনান নামক কিতাবে সা’ঈদ ইবনে জুবাইর রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ তাআলার বাণী হে হাবীব! আপনি বলে দিন-এর বিনিময়ে আমি তোমাদের নিকট কোন প্রতিদান চাইনা; কিন্তু একমাত্র নিকটাত্মীয়দের প্রতি ভালবাসা। (সূরা, শুরা, আয়াত-২৩) সম্পর্কে বর্ণনা করেন এবং বলেন, এখানে রাসূলে করীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটাত্মীয়দের প্রতি ভালবাসার নির্দেশ দেয়া হয়েছে।
ইবনুল মুনযির, ইবনে আবী হাতিম ও ইবনে মার্দাওয়াইহ তাঁদের তাফসীরে এবং তাবরানী তারঁ মুজাম আল-কাবীর এ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যখন হে হাবীব! আপনি বলে দিন-আমি তোমাদের নিকট এর বিনিময়ে কোন পারিশ্রমিক চাইনা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জিহাদ pdf বই ডাউনলোড
- রমযানের ফযীলত গুনাহ মাফের মাস pdf বই
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড
কিন্তু একমাত্র আমার নিকটাত্মীয়দের ভালবাসা (সূরা শুরা, আয়াত,-২৩) অবতীর্ণ হয় তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এয়া রাসূলুল্লাহ! আপনার নিকটাত্মীয়গণ কারা, যাঁদের ভালবাসা আমাদের উপর ওয়াজিব করে দেয়া হয়েছে তদুত্তরে প্রিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, তারা হলো- হযরত আলী, হযরত ফাতেমা এবং তাদের দুই সন্তান-হযরত হাসান ও হযরত হোসাইন (রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু!)।
ইবনে আবী হাতেম হযরত ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, তিনি যে ব্যক্তি সৎ কাজ করে, আমি তার জন্য তাতে আরো শ্রীবৃদ্ধি করি। (সূরা, শূরা, আয়াত-২৩)। এ আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে সৎ কাজ মানে হলো হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলায়হি ওয়াসাল্লাম পবিত্র বংশধরের প্রতি ভালবাসা। অসংখ্য হাদিস আছে বইটিতে। আশা করি উপকৃত হবেন। যদি আরও বইটি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে আহলে বায়তের ফযীলত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 2.32 MB |
প্রকাশ সালঃ | ২০১৫ সাল |
বইয়ের লেখকঃ | ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা সৈয়দ মোহাম্মদ |