আহসানুল মুজিযাত pdf বই ডাউনলোড। এ কথা সর্বজন স্বীকৃত যে, হযরাত পাঁচ আউলিয়া আলায়হিমুর রাহমাহর মতো বুযুর্গ ওলী ও জ্ঞানসমুদ্র ওলামা-ই কেরামের শুভ জন্ম ও সদয় অবস্থান দ্বারা অত্র এলাকা (দক্ষিণ শিকলবাহা) বিশেষভাবে ধন্য হয়েছে। তাঁদের খোদাপ্রদত্ত বেলায়তী শক্তি ও অসাধারণ জ্ঞান দ্বারা তাঁদের জীবদ্দশায় যেমন এলাকাবাসী তথা মুসলিম সমাজ উপকৃত হয়েছেন, তাঁদের ইনতিকালের পর তাঁদের মাযার শরীফগুলো এবং তাঁদের রেখে যাওয়া লেখনী ও স্মৃতিগুলো থেকেও আপামর জনসাধারণ ফরয প্রাপ্ত হচ্ছেন।
হযরত শা-“ইর মাওলানা সৈয়দ আবুল ফাত্হ আহসান উল্লাহ্ তাঁদের মধ্যে অন্যতম। তিনি একাধারে ওলী-ই কামিল, সুবিজ্ঞ আলিম-ই দ্বীন, ক্ষুরধার লেখনীর ধারক, প্রসিদ্ধ শা-ইর, হৃদয়গ্রাহী ওয়াইফ (ধর্মীয় বক্তা) ও দ্বীন মাযহাবের একনিষ্ঠ পথ প্রদর্শক ছিলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
আমাদের এলাকায় ‘ফয়যুল বারী সিনিয়র মাদরাসা প্রতিষ্ঠায় যেমন তাঁর বিশেষ অবদান ছিলো, তেমনি তিনি দীর্ঘদিন যাবৎ ওই মাদরাসায় প্রধান মুদাররিস হিসেবে শিক্ষার আলোও দান করেছেন। তাঁর একাধিক অতি মূল্যবান পুস্তক রয়েছে। অধিকাংশ পুস্তক ফার্সী ভাষায় উচ্চাঙ্গের ছন্দাকারে (কবিতা) লিখিত।
‘আহসানুল মু’জিযাত ওয়াল ওয়া’যু ফিল গযলিয়্যাত’ (বিশ্বনবী সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম-এর মু’জিযাদি ও উপদেশ ভাণ্ডার) একটি যথার্থ ও অতি উপকারী কিভাব। ফার্সী কবিতায় লিখিত এ মূল্যবান কিতাবের আজ দীর্ঘ প্রায় একশ’ বছর পর উচ্চারণসহ বঙ্গানুবাদ প্রকাশ হতে দেখে আমি যারপর নাই খুশী হয়েছি।
বিশিষ্ট আলিম-ই দ্বীন, লেখক, গবেষক ও সংগঠক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান এ বরকতময় কাজটা সুসম্পন্ন করেছেন। অনুবাদ ও সম্পাদনা অতি চমৎকার হয়েছে। আর মহান রচয়িতার সুযোগ্য বংশধর মাওলানা সৈয়দ ফোরকান আল-হামীদী ও সৈয়দ মুহাম্মদ শওকত আলী এ ব্যয়বহুল প্রকাশনার সফল উদ্যোগ গ্রহণ করেছেন। আমি তাঁদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। পরম করুণাময়ের দরবারে দো’আ করছি।
নিচে আহসানুল মুজিযাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বিষয়ক বই |
বইয়ের সাইজ | 19.5 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মাদ আব্দুল মান্নান |
বইয়ের অনুবাদকঃ |