আহাফি pdf বই ডাউনলোড। উপনিবেশবাদ-উত্তর বিশ্বমানচিত্রে অর্ধশত মুসলিম রাষ্ট্রের জন্ম হলেও রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনোভাবেই স্বাধীন হতে পারেনি দেশগুলো। হতে দেওয়া হয়নি। সাম্রাজ্যবাদী আগ্রাসনে সন্ত্রস্ত মুসলমান নিজস্ব তাহজিব-তামাদ্দুন ছেড়ে অনৈসলামিক সংস্কৃতিকে নিজের করে নিয়েছিল! তবে হিজাজের কিছু অংশ এবং ভারতীয় উপমহাদেশ ছিল এর ব্যতিক্রম।
শত জুলুমের মুখেও সেখানকার মুসলিমরা দেশপ্রীতির প্রশ্নে ছিল অনড়, নৈতিকতার রীতিতে অদম্য, ধর্মীয় নীতিতে আপসহীন। বাস্তবতা সাক্ষী। ‘আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাহ’ সূত্রে বিশ্বসাম্রাজ্যবাদী গোষ্ঠী সবসময়ই মুসলিমদের মধ্যে উদারপন্থি, চরমপন্থি, উগ্রপন্থি, মধ্যপন্থি; নানা রকমের পন্থি আবিষ্কার করে মুসলিমদের বিরোধে জড়িয়ে রাখে। তাদের ফ্যাক্টরিতে ধোলাইকৃত মগজ নিয়ে কিছু মুসলমান লেগে যান অন্য মুসলমানের বিরুদ্ধে ফতোয়াবাজিতে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
সাতচল্লিশ-পূর্ব ভারতীয় উপমহাদেশের পৃষ্ঠা উলটালে দেখা যায়, সে সময় মুসলিমদের সাইজ করার জন্য কাদিয়ানি, লা-মাজহাবি এবং মাজারপুজারী, এই তিন দলকে ভরণ- পোষণ দিয়ে লালনপালন করা হচ্ছিল। সাতচল্লিশে প্রভুরা লেজ গুটিয়ে পালালেও উচ্ছিষ্টভোজিরা মিশন থেকে সরে আসেনি। ফলে সরলপ্রাণ মুসলিমরা তাদের খপ্পর থেকে কখনো বেরিয়ে আসতে পারে না!
দুই. সময়ের চাহিদা ছিল মুসলিমদের ইমান আকিদা ও আমাল ঠিক করে দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে দাওয়াত ও ইসলাহের মেহনত শুরু করা। আলিমরা সেদিকেই মনোনিবেশ করলেন। রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে গ্রাম থেকে গ্রামান্তরে চষে বেড়াতে লাগলেন তাঁরা। গড়ে উঠতে লাগল দীনি প্রতিষ্ঠানসমূহ। পাশাপাশি রাজনৈতিক
ও অর্থনৈতিক প্রতিষ্ঠালাভের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা হলো।
বিগত অর্ধশতকে মুসলিমরা যেটুকুন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভ করেছেন, ধর্মীয় ফিরকাবাজ সম্প্রদায় থেকে সাধারণ মুসলমানদের আকিদা রক্ষা করতে পেরেছেন, সেটা ওই সকল নিবেদিতপ্রাণ আলিমরা তথা উলামায়ে দেওবন্দেরই ইখলাসওয়ালা মেহনতের ফসল।
তিন. নতুন শতাব্দীকে বলা হচ্ছে প্রযুক্তির শতাব্দী। ইনফরমেশন টেকনোলজি এবং মিডিয়ার সুবাদে নতুন সাজে পুরাতন এজেন্ডা বাস্তবায়নে ধর্মীয় ফিরকাবাজি উসকে দিচ্ছে কিছু লোক। এই কিছুদিন আগেও মুসলমানরা যখন মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, তখন ভুলে গেছেন বাইরের সব বিভেদ। কিন্তু আজ শুধু দুঃখ নয়; শঙ্কার সঙ্গে লক্ষ করছি, তথাকথিত সহিহ(1) আন্দোলনের কবলে পড়ে মুসলিমদের ঐক্যের প্রতীক নামাজসহ অন্যান্য ইবাদতও অনৈক্যের মহা-সম্মিলন হয়ে দাঁড়িয়েছে। তাদের সহিহ(!) আন্দোলনের শিকার সরলপ্রাণ তরুণসমাজ। লা-মাজহাবি সহিহ(!)
নিচে আহাফি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | কালান্তর প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5 MB |
প্রকাশ সাল | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | রশীদ জামীল |
বইয়ের অনুবাদকঃ |