ইখলাস pdf বই ডাউনলোড। ইখলাস কী? আরবি অভিধানে ইখলাস শব্দ দ্বারা কোনো কিছুকে পঙ্কিলতা থেকে নির্মল করা বা মুক্ত করা ইত্যাদি বোঝানো হয়। আর ইবাদতের ক্ষেত্রে ইখলাস বলতে ইবাদতকে রিয়া (লৌকিকতা ) থেকে মুক্ত থাকা বোঝানো হয়। ইখলাসের পরিচয়? এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করার নামই ইখলাস। ইখলাসের পারিভাষিক সংজ্ঞা বিভিন্নজন বিভিন্ন রকম দিয়েছেন।
তবে সবগুলোই প্রায় কাছাকাছি অর্থে-যেমন ১. কেবল আল্লাহর জন্যই যাবতীয় নেককাজ করা। ২. আমলের ক্ষেত্রে বান্দা ভেতর-বাইর সবই এক হওয়া সুতরাং বান্দার বাইর যখন ভেতর থেকে প্রবল হবে, তখন সেটা হবে রিয়া; কিন্তু ভেতর যখন বাইর থেকে শক্তিশালী হবে, তখন তাকে ইখলাস বলে গণ্য করা হবে। বইটি পড়তে চাইলে অবশ্যই ডাউনলোড করে নিন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অন্তরের আমল ইখলাস pdf বই ডাউনলোড
- রিয়াদুস সালেহীন ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- এসো জান্নাতের পথে pdf বই ডাউনলোড
- তাযকিরাতুল আখেরাহ pdf বই ডাউনলোড
- তাযকিরাতুল আখেরাহ ২য় খন্ড pdf বই ডাউনলোড
আমি এ বইটিতে ইখলাসের পরিচয়, ইখলাসের গুরুত্ব, ইখলাসের সাথে আমলের মর্যাদার আলোচনা করেছি। সৎকাজের মাধ্যমে দুনিয়ার হীন স্বার্থ কামনা ও তার ক্ষতি, দুনিয়ার উদ্দেশ্যে আমলের বিভিন্ন প্রকার, রিয়া, রিয়অর নানান আকার-প্রকৃতি ও প্রকার এবং আমলের ক্ষেত্রে তার প্রাদুর্ভাবের আলোচনাও উঠে এসেছে। আমরা এ দুইয়ে খুজেঁ দেখার চেষ্টা করেছি, রিয়অ কেন আসে? এর প্রতিরোধ আমরা কিভাবে করব? পাশাপাশি আমরা ধ্বংসাত্মক ব্যাধি রিয়া থেকে কীভাবে রক্ষা পেতে পারি- এর কিছু পরামর্শও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ইখলাসের মাধ্যমে বান্দা আল্লাহর সাহায্য লাভ করে, পরকালের কঠিন শাস্তি থেকে সে মুক্তি পায়। ইখলাসের মাধ্যমে দুনিয়া আখেরাত উভয় জগতে বান্দা মর্যদা লাভ হয়। যার ভেতরে ইখলাস রয়েছে সে আল্লাহর পবিত্র ভালোবাসা নিতে পারে, ফেরেশতারাও তাকে ভালোবাসে। ইখলাস মূলত পবিত্র এক নূর; আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই সেই নুর দান করেন।
যার কাছ থেকে ইচ্ছা, সেই নুর আবার ছিনিয়েও নেন্। কুরআনে কারিমে মহান আল্লাহ ঘোষণা করেছেন-অর্থাৎ- আল্লাহ যাকে জ্যোতি দান করেন না, তার জন্য কোন জ্যোতিই নেই।সৎকাজের মাধ্যমে দুনিয়ালাভের বাসনা এ এক ঘোর অন্ধকার; যেটা ভারি বিপদজনক। দুনিয়ার উদ্দেশ্য আমল তা তাওহিদের প্রতিবন্ধক এবং যা আমলকে একদম ফতুর করে ছাড়ে।
কুরআনে কারিমের ঘোষণা- যে কেউ পার্থিব জীবন ও তার শোভা কামনা করে, দুনিয়ার আমি তাদের কর্মের পুর্ণফল দান করি এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না। তাদের জন্য আখেরাতে দোজখ ছাড়া অন্য কিছুই নেই এবং তারা যা করে আখেরাতে তা নিস্ফল হবে এবং তারা যা করে থাকে তা নিরর্থক।
নিচে ইখলাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | তাজকিয়া পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | আমল বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ সায়িদ ইবনু আলী আল কাহতানি |
অনুবাদঃ | উবায়দুল্লাহ তাসনিম |