ইতিকাফ কিভাবে করবেন pdf বই ডাউনলোড। আল্লাহর রহমত, রমজান মাস আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। আলহামদুলিল্লাহ। রমজান মাসের একে একে দুই দশক পার হওয়ার পথে। আগামী রাত থেকে তৃতীয় দশক শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল রমজানে পুরা মাস মাসজিদে থাকতেন। ১১ মাস সারা দুনিয়ায় দীনের কাজের ফিকির করতেন আর রোজার মাস আসলে মাসজিদে থাকতেন। একবার তিনি ১ম দশকে ইতিকাফ করলেন তখন জানা ছিলনা শবে কদর কোন দশকে হবে।
আবার ২য় দশকে ইতিকাফ করলেন পরে বললেন, দেখো শবেকদর এর তালাশের জন্য ইতিকাফ করছি। তো আমাকে জানিয়ে দেয়া হয়েছে তা রয়েছে শেষ দশকে। তোমরা যারা শুরু থেকে আমার সাথে ইতিকাফ করে আসছ তারা শেষ দশকেও ইতিকাফ কর। আল্লাহ তাআলা শবে কদর দান করবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মাসায়েলে ইতিকাফ pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমজান ও রোযা pdf বই ডাউনলোড
- রাসূল যেভাবে রমজান যাপন করেছেন pdf বই
- রমজান মাস pdf বই ডাউনলোড
রমজান মাসে অনেক করণীয় বর্জনীয় কাজ আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। রোযা রাখতে হয়, খতম তারাবী পড়তে হয়, যার যার তাওফিক অনুযায়ী অন্যান্য নফল ইবাদত করবে। এরকম আল্লাহ তাআলার অনেক বান্দা আছে রমজান মাসে কুরআন শরীফ খতম করে। বেশি বেশি কুরআন পড়ে। আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবে-তাবেইন সর্ব যুগেই কুরআন তেলাওয়াত করার প্রতিযোগিতা হতো। ইমাম শাফেই রোযার মাসে ৬১ খতম পড়তেন।
প্রতিদিন দুই খতম পড়তেন আর খতম তারাবীতে এক খতম পড়তেন। তবে ৩১ খতম অনেক পাওয়া যায়। প্রতিদিন এক খতম আর পুরো রমজানের খতম তারাবীতে এক খতম। এটা তাওফিকের ব্যাপার। নসিবের ব্যাপার। একান্ত ভাগ্যে না থঅকলে এটা হয়না। শায়েখ জাকারিয়া রহ, ফাজায়েলে রমজানে লেখেছেন, রমজান মাস আসলে আমি দশবার না পড়ে তারাবী পড়াতে দাড়াইনা। যে পারা পড়ায় তা দশবার পড়েন। তাহলে দশ খতম হয়ে গেল।
যেহেতু তারাবী পড়ানোর ব্যাপার আছে তাই বলেন, আমি নয়বার শুধু পড়ি, দাওর করি, আর একবার তরজমা দেখে নেই। কিন্তু আমার ঘরের প্রত্যেক মহিলা ১৫ তম কুরআন পড়ে। অত কাজকাম রান্নাবান্না, ইফতারি, রোজাদাদের খানা পাকানো, সন্তান লালন-পালন করা তারপরেও দৈনিক ১৫ পারা কুরআন পড়ে, ১৫ খতম।আল্লাহ তাআলা বলেন, ভালো কাজে, নেক কাজে প্রতিযোগিতার মনোভাব নিয়ে করা দরকার। কে কত বেশি জিকির করতে পারে।
কুমিল্লাহ থেকে আজ একজন ফোন করে বললেন, হুজুর দুআ করবেন প্রতিদিন একবার সালাতুত তাজবীহ পড়ছি, এটা যেন পড়ে যেতে পারি। একেক জন একেক ভাবে এগিয়ে যাচ্ছে। আবার অনেক লোক দেখা যায় একেবারে গাফেল, উদাসিন হয়ে যাচ্ছে। বলে আমি সারা বছর তাহাজ্জুদ পড়তাম কিন্তু রোযার মাসে সময় পাচ্ছি না তাহাজ্জুদ পড়ার। আমি তাকে বললাম সময় না পাওয়ার কী আছে? বলে ২০ রাকাত খতম তারাবী পড়ে ক্লান্ত হয়ে যাই, কী তাহাজ্জুদ পড়ব? বইটি যদি পড়তে আগ্রহী হউন তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ইতিকাফ কিভাবে করবেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সিয়াম বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শায়েখ হযরত মাওঃ মুফতি নুরুল আমীন |
অনুবাদঃ |