ইতিহাসের কাঠগড়ায় ফারাবী pdf বই ডাউনলোড। শাহবাগ আন্দোলন যে নাস্তিকদের আন্দোলন এটা সর্বপ্রথম প্রমাণ করেছিলো ব্লগার শাফিউর রহমান ফারাবী এবং সে জন্য ফারাবী ৬ মাস জেলও খেটেছিলো।
মূলতঃ শাহবাগ আন্দোলনের মূলে ছিলো নাস্তিক ব্লগারদের জোট সংগঠন ‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক’ (বোয়ান)। তারা শাহবাগে আন্দোলন শুরু করে ৫ই ফেব্রুয়ারী, ২০১৩ থেকে।
যারা ঐ সময় ঢাকায় ছিলেন, তারা সাক্ষী থাকবেন, আন্দোলনের শুরুতেই আন্দোলনটাকে তারা গণমানুষের আন্দোলন হিসেবে রূপ দিতে পেরেছিলো। এত লক্ষ লক্ষ মানুষ শাহবাগে জড়ো হতো, যা কল্পনা করা যায় না। শাহবাগকে কেন্দ্র করে তাদের মানুষের ভীড় একদিকে ঠেকতো মৎস ভবন, অন্যদিকে কাটাবন, একদিকে টিএসসি, অন্যদিকে বাংলামটর। শুধু মানুষ আর মানুষ, সমুদ্রের মত। তারা এমন একটা হুজুগ তৈরী করলো, যেন বাংলাদেশী হতে হলেই শাহবাগ গিয়ে একবার হাজিরা না দিলে হবে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- ইমাম হুসাইনের শাহাদাত pdf বই ডাউনলোড
- নজরের হেফাজত pdf বই ডাউনলোড
- আবুবকর রাঃ সম্পর্কে ১৫০টি ঘটনা pdf বই ডাউনলোড
কত মাদ্রাসার ছেলেরা গিয়ে যে শাহবাগে বসে থাকতো, তার হিসেব নেই। যাই হোক, ঘটনাক্রমে ১০ দিন পর মানে ১০ই ফেব্রুয়ারী হঠাৎ মারা গেলো শাহবাগ কর্মী ব্লগার রাজীব হায়দার শোভন বা থাবা বাবা। পুরো মিডিয়া মারাত্মক গরম। থাবাকে ঘোষণা করা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে। সে কে ছিলো এটা কিন্তু কেউ তখনও জানে না। তবে মুক্তিযুদ্ধের শহীদের রক্তের বদলা নিতে হবে এতটুকু সবাই জানে।
দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তার হত্যাকান্ডের বিচারের জন্য শাহবাগে হাজির, তিল ধারণের যায়গা নেই।
থাবা বাবা মারা গিয়েছিলো শুক্রবার রাতে, শাহবাগে তার জানাজা হবে শনিবার বিকাল বেলা। জানাজার ঘণ্টা খানেক আগে ফারাবী তার আইডি থেকে এক বিরাট স্ট্যাটাস দেয়, যেখানে থাবা বাবা কোথায় কখন আল্লাহ, নবী, কোরআন, ইসলামকে কুৎসিত গালি দিয়েছিলো তার বিস্তারিত বর্ণনা ছিলো। তখন ব্লগ ফেসবুক ইন্টারনেট সম্পর্কে বেশি মানুষ জানতো না, সরকারের কাছে প্রযুক্তিও তেমন ছিলো না।
তবে ফারাবীর দেয়া নিখুঁত তথ্য অস্বীকার করার মত কোন অবস্থা ছিলো না। মানুষ অবাক হয়েছিলো থাবা বাবার স্ট্যাটাস দেখে। অনেকে বিশ্বাস করতে চাইছিলো না, মানুষ কিভাবে ধর্মকে এত কুৎসিত ও নোংরাভাবে গালাগালি করতে পারে? ফারাবী তার স্ট্যাটাসে কোন মুসলমান যেন থাবার জানাজা না পরায় সে জন্য শক্ত ভাষায় বলেছিলো। থাবা মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে থাবা’র মাকে সান্তনা দিতে যায়। যাওয়ার আগে তৎকালীন এক শীর্ষ গোয়েন্দা জিজ্ঞেস করেছিলো, “থাবা ছেলেটা কেমন?” সে ভুল তথ্য দিয়ে বলেছিলো- “খুব ভালো।
নিচে ইতিহাসের কাঠগড়ায় ফারাবী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | বাংলার ইতিহাস |
বইয়ের সাইজঃ | 44.42 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | এম আব্দুল্লাহ আল নোমান |
বইয়ের অনুবাদকঃ |