ইতিহাসের মহাবীর আরতুগরুল গাজী pdf বই ডাউনলোড। মুসলিমদের পৃথিবী শাসনের অন্যতম একটি চিত্র ফুটে উঠেছে তুর্কি বংশোদ্ভূত উসমানি সাম্রাজ্যর মাধ্যমে। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রি-কা সহ পৃথিবীর বিশাল অংশের ওপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার পিছনে ছিল মহাবীরদের বীরত্ব, সংগ্রামী, নেতৃত্ব, ত্যাগ ও শাহাদাত, তাদের-ই অন্যতম একজন এবং উসমানি সাম্রাজ্যের স্থপতি মহাবীর আরতুগরুল ইবনে সুলাইমান শাহ রহ.।
উসমানি সাম্রাজ্যের এই স্থপতি মহাবীর আরতুগরুল মুসলিম ইতিহাসের পাতায় একজন অজানা ব্যক্তিত্ব। উসমানি সাম্রাজ্যের এই বীর সম্পর্কে খুব কমই জানা যায়। পূর্বের ইতিহাস- গ্রন্থগুলো এসম্পর্কে আমাদের ধারণা দিয়েছে খুবই সামান্য।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মহাবীর খালিদ pdf বই ডাউনলোড
- গাজী নুরুল আহাদ রচনাসমগ্র pdf বই ডাউনলোড
- মোগল সম্রাট আওরঙ্গজেব pdf বই ডাউনলোড
- উসমানী খেলাফতের স্বর্ণকণিকা pdf বই ডাউনলোড
- ইসলামী বসন্ত pdf বই ডাউনলোড
আবার বর্তমান টিভি-সিরিয়ালে তার সম্পর্কে যা দেখানো হচ্ছে তাও অনেক ক্ষেত্রে প্রকৃত ইতিহাসের বিপরীতে ভিন্ন চিত্র বহন করে।মহাবীর আরতুগরুল রহ, এর অসম সাহসিকতা, বীরত্ব, পাহাড়সম ধৈর্য, সুদূর পরিকল্পনা, ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা, জিহাদি মনোভাব, গোত্রীয় রীতি-নীতির প্রতি সম্মান এবং সু-দক্ষ যুদ্ধনীতির কারণে পরবর্তীতে প্রায় ছয়শত বছর উসমানি সাম্রাজ্যে পৃথিভীর ক্ষমতাধর শক্তি হিসাবে আত্রপ্রকাশ করে।
সুতরাং ইতিহাসের মহানায়ক আরতুগরুল ইবনে সুলাইমান শাহ শুধু একজন ব্যক্তি নয়’ বরং তিনি একটি ক্ষমতাধর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। গোত্র, রাষ্ট্র, আঞ্চলিক পরাশক্তি, সাম্রাজ্য প্রতিষ্ঠা ও পরিচালনায় একজন ব্যক্তির কী ধরনের ভূমিকা রাখা আবশ্যক, তা আতুগরুলের কর্মময় এবং সু-শৃঙ্খল জীবনবৃত্তান্ত দেখলে বুঝে আসে। আরতুগরুল কীভাবে ভূমিহীন ও ভাসমান গোত্রগুলো সংঘবদ্ধ করে ।
একটি পরিকল্পীত রাষ্ট্র এবং পরবর্তীতে শক্তিধর সাম্রাজ্য উপহার দিয়েছেন! আরতুগরুল এর বর্ণাঢ্য সংগ্রামী জীবন বর্তমান সময়ের মুসলিম শাসক ও ইসলামিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিবেদিতপ্রাণ ব্যক্তিদের জন্য একটি আদর্শ হয়ে আছে বলে আমি মনে করি।
মহাবীর আরতুগরুল ইবনে সুলাইমান শাহ-কে নিয়ে তেমন তথ্য-ভিত্তিক কোন বই এ পর্যন্ত কেউ রচনা করেছে কি-না তা আমার জানা নেই। আর বিশেষ করে উসমানি সাম্রাজ্যের ইতিহাস সঠিকভাবে পাঠের জন্য আমাদের যে বাংলা মাধ্যম ব্যবহার করতে হয় তা তেমন সমৃদ্ধ নয়। অর্থাৎ মহাবীর আরতুগরুল-কে নিয়ে গবেষণা করার মতো উপাদান ঐতিহাসিক কোন গ্রন্থ এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ইতিহাসের মহাবীর আরতুগরুল গাজী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আর-রিহাব পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 9.52 MB |
প্রকাশ সালঃ | ২০২১ |
বইয়ের লেখকঃ | ডঃ মুহাম্মাদ খুলাইফ আছ-ছানিয়্যান কুয়েতি |
অনুবাদঃ | আবুল ওয়াফা শামসুদ্দিন আযহারী |