ইতিহাসের শেষ কান্না pdf বই ডাউনলোড। এক নিরুপায় দরবেশ-নারীর বিপন্ন অবস্থায় সত্য কাহিনি এটি, যাঁর ওপর দিয়ে বয়ে গিয়েছিল যুগবদলের প্রবল ঝাপটা। তারঁ নাম ছিল কুলসুম যমানী বেগম। ইনি ছিলেন দিল্লির শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ যাফরের আদুরে কন্যা। কয়েক বছর হলো তিনি মারা গেছেন। কয়েকবার আমি নিজে শাহজাদী সাহেবার মুখে তারঁ অবস্থা কথা শুনেছি।
কেননা, আমাদের হযরত নিজামুদ্দীন আউলিয়া মাহবুবে ইলাহীর প্রতি ছিল তারঁ বিশেষ ভক্তি। সেজন্য প্রায়ই তিনি দরগাহে আসতেন এবং আমি করুণ কাহিনি শোনার সুযোগ পেয়ে যেতাম। নিচে যতগুলো ঘটনা বলা হয়েছে তা হয় স্বয়ং তিনি নয়তো তারঁ কন্যা যীনাতা যমানী বেগম আমাকে শুনিয়েছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রাসূলুল্লাহ সাঃ এর কান্না pdf বই ডাউনলোড
- কুরআন ও সুন্নাতের আলোকে মৃত ব্যক্তির জন্য কান্না pdf
- কাশ্মীরের কান্না pdf বই ডাউনলোড
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- কান্নার ফযীলত pdf বই ডাউনলোড
যীনাত যমানী বেগম এখনো জীবিত এবং পন্ডিতের গলিতে থাকেন। ঘটনাগুলো এ রকমের; সে সময় আমার পূর্বপূরুষের বাদশাহী শেষ হলো এবং সিংহাসন মুকুট লুন্ঠিত হওয়ার সময় ঘনিয়ে এল, সে সময় দিল্লির লাল কেল্লায় কান্নাকাটির ধুম পড়ে গেছে। চারিদিকে কেউ কিছু খায়নি। যীনাত আমার কোলে, দেড় বছরের শিশু দুধের জন্য কাঁদছিল।
ভাবনা-চিন্তায় না আমার বুকে দুধ ছিল না কোনো ধাইয়ের। আমরা সবাই যখন এমনই বিষন্নতায় আচ্ছন্ন হয়ে বসেছিলাম, জিল্লে সোবহানীর মোগল যুগে বাদশাহকে এই উপাধিতেই সম্বোধন করা হতো। অর্থ- মহান আল্লাহর আশিসপূর্ণ ছায়া) বিশেষ খোজা আমাদের ডাকতে এল মধ্যরাত্রি, নিস্তব্ধতার পরিবেশ, গোলাগুলির নির্ঘোষে বুক কেঁপে কেঁপে ওঠে কিন্তু বাদশাহর হুকুম পাওয়ামাত্রই আমরা হাজিরি দিতে পৌঁছে গেলাম।
হুজুর তখন বসে। হাতে তসবীহ। যখন আমি সামনে গিয়ে মাথা নত করে তিনবার সালাম আরয করলাম, হুজুর আমাকে বড় স্নেহে কাছে ডাকলেন ও বললেন, কুলসুম, তোমাকে আমি খোদার হাতে সঁপে দিচ্ছি। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। তুমি তোমার স্বামীকে নিয়ে এক্ষুণি কোথাও বেরিয়ে পড়ো। আমিও যাব। মন তো চায় না যে, এই শেষ সময় তোমাদের চোখের আড়াল করি কিন্তু সঙ্গে রাখলে তোমার ক্ষতি হওয়ার ভয় রয়েছে। আলাদা থাকলে হতো খোদা তোমাদের কোন ভালো ব্যবস্থা করে দিতে পারেন।
নিচে ইতিহাসের শেষ কান্না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | রাহনুমা প্রকাশনী |
বইয়ের ধরণঃ | মোগল ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 19.6 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | মুসাব্বিরে ফিৎরত খাজা হাসান নিজামী |
অনুবাদকঃ | মাওলানা উবায়দুর রহমান খান নদভী |