ইতিহাস পাঠের পূর্বকথা pdf বই ডাউনলোড। একজন ইতিহাসবিদের গবেষণার কেন্দ্র বা ইতিহাসের মূল আলোচ্য বিষয় হলো—বিভিন্ন গোত্র, সাম্রাজ্য ও প্রসিদ্ধ ব্যক্তিদের অবস্থা ও সংশ্লিষ্ট ঘটনাবলি। ইমাম সাখাভির ভাষায় সংক্ষেপে বলা যায় – ইতিহাসশাস্ত্রের আলোচ্য বিষয় মানুষ ও সময়। সময়ের সাথে সাথে আবর্তিত মানবকেন্দ্রিক ঘটনাবলির প্রতিই একজন ইতিহাসবিদের দৃষ্টি নিবদ্ধ থাকে; এটিই হয় তার গবেষণার বিষয়।
ইতিহাসশাস্ত্রের আলোচ্য বিষয় এটিই এবং এ-ই ইতিহাসের সকল আলোচনার কেন্দ্রবিন্দু। স্পষ্টতই ইতিহাসের আলোচনায় প্রতিটি মানুষের অবস্থার বিবরণী তুলে ধরা সম্ভব নয়। সেখানে শুধু প্রকৃতিপ্রদত্ত বিশেষত্বে—কোনো-না-কোনো অঙ্গনে—সমাজের বিশিষ্ট মানুষদের নিয়েই আলোচনা করা হয়; যারা কোনোভাবে সময়ের গায়ে নিজেদের ছাপ রাখতে সক্ষম হন বা নিজেদের জীবনে এমন অসাধারণ কর্মযজ্ঞ সম্পাদন করেন, যা অন্যদের শিক্ষার উপকরণে পরিণত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
এ ধরনের অসাধারণ মানুষগুলো প্রায়শই বড় পদমর্যাদার অধিকারী ও নিজেদের যোগ্যতাবলে পরবর্তীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এজন্যই ইতিহাসে অধিকাংশ সময় বিভিন্ন সম্রাট, মন্ত্রী, রাজন্যবর্গ, সামরিক কর্মকর্তা, আলেম ও বিদ্বান ব্যক্তিদের নিয়ে আলোচনা হয়; সাধারণ মানুষদের আলোচনা সচরাচর করা হয় না; অবশ্য কিছু ক্ষেত্রে পার্শ্বচরিত্র হিসেবে তাদের কথাও যুক্ত হয়ে থাকে। ফলে এ কথা বলা অসঙ্গত হবে না—ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের অবস্থার বিবরণিসংবলিত জ্ঞান।
প্রাচীন রোমান, গ্রিক, চায়নিজ, সিরিয়ান, মিশরি ও ভারতীয় সভ্যতায় ইতিহাস সংরক্ষণের প্রাচীন পদ্ধতিগুলোর দেখা মেলে। প্রাচীন কালে মানুষ লেখাপড়ায় অভ্যস্ত ছিল না; তখনো তারা অতীতের, বিশেষত তাদের পূর্বপুরুষদের গল্প শুনতে আগ্রহী ছিল। গোত্রের মায়েরা বিভিন্ন নামকরা ব্যক্তিত্বের ঘটনাবলি শুনিয়ে সন্তানদের লালনপালন করতেন। কাব্যচর্চার মাধ্যমেও বিভিন্ন গোত্র বা জাতির ইতিহাস সংরক্ষণের পরম্পরা দেখা যায়। কবিরা জনসম্মুখে ছন্দাকারে অতীতের বিভিন্ন ঘটনাবলির বিবরণ তুলে ধরতেন এবং প্রখর স্মরণশক্তির অধিকারী মানুষেরা তা মুখস্থ রাখত। কয়েক প্রজন্ম ধরে থাকত এসব কবিতার প্রচলন।
সাধারণত এসব কবিতায় যুগের সাহসী পুরুষদের বীরত্বগাথা তুলে ধরা হতো। তাই চিনা, আর্য ও আরব্য ইতিহাসের প্রাচীনতম উৎসগুলোর সন্ধান কাব্য আকারেই পাওয়া যায়। বর্তমান যুগের বেদুইন ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে আজ অবধি এ পদ্ধতির প্রচলন দেখা যায়।
লেখাপড়ার প্রচলন শুরু হলে বিদ্যানুরাগী বিভিন্ন
সভ্যতায় ইতিহাস-লিখনের ধারা চালু হয়। লিখনের এ ধারার পৃষ্ঠপোষকতা করতেন শাসকগণ।
নিচে ইতিহাস পাঠের পূর্বকথা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | পুনরায় প্রকাশন |
বইয়ের ধরণঃ | পূর্ব বীরপুরুষদের ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.22 MB |
প্রকাশ সাল | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | ইসমাইল রেহান |
বইয়ের অনুবাদকঃ | মহিউদ্দিন কাসেমী |