ইবনে খালদুন আধুনিক অর্থীনীতির পুরোধা pdf বই ডাউনলোড। আধুনিক অর্থনীতির জন্ম বৃটিশ অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথের হাতে এমন ধারণাই বিশ্ববাসীর। এর পিছনে সাম্রাজ্যেবাদী বৃটিশ তথা পাশ্চাত্যের অব্যাহত ও সুচতুর প্রচারণাই কাজ করেছে। উপরন্তু ইংরেজী শিক্ষায় শিক্ষিতি মুসলমানদের ইসলামের গৌরবোজ্জ্বল অতীত সম্বন্ধে জানার অসীম নিস্পৃহতা এবং সাধারণভাবে আরবী ভাষায় রচিত মুসরিম মনীষিদের আকর গ্রন্থগুলি সম্পর্কে সীমাহিন অজ্ঞতাও কম দায় নয়। প্রকৃত অবস্থা হল আজ হতে ছয় শত বছর পুর্বে আফ্রিকা মহাদেশে আধুনিক অর্থনীতির জন্ম।
এবং তা এক মুসলিম মনীষির হতেই। তিনি আর কেউ নন, বিশ্ববিশ্রুত সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ ইবনে খালদূন। ইবনে খালদূনের পুরো নাম ওয়ালি উদ্দীন আবদুর রহমান ইবন মহুাম্মদ ইবন মুহাম্মাদ ইবন আবী বকর মুহাম্মাদ ইবনিল হাসান ইবন খালদূন। (৭৩২-৮০৮ হিঃ / ১৩৩২-১৪০৬ খিঃ)।
আরও দেখুনঃ ইসলামী অর্থনৈতিক চ্যালেঞ্জ pdf বই ডাউনলোড
তার জন্ম তিউনিসে, মৃত্যু কায়রোয়। সমাজবিজ্ঞানী হিসাবে তারঁ খ্যাতি বিশ্বব্যাপী হলেও ইসলামী অর্থনীতি সম্পর্কেও তিনি অগাধ জ্ঞান রাখতেন। কিতাবুল ইবার বিশ্ব ইতিহাস সম্পর্কিত তারঁ বিখ্যাত গ্রন্থ হলেও এই বইয়ের ভূমিকা। বা আল-মুকুদ্দামা তারঁ বহুল পরিচিত ও প্রশংসিত গ্রন্থ। এই বইয়ে তিনি অর্থনীতির যেসব প্রসঙ্গে আলোচনা করেছেন সে সবের মধ্যে রয়েছে শ্রম বিভাজন, মূল্য পদ্ধতি, উৎপাদন ও বন্টন, মূলধন সংগঠন, চাহিদা ও যোগান, মুদ্রা, জনসংখ্যা, বাণিজ্যচক্র, সরকারী অর্থব্যবস্থা এবং উন্নয়নের স্তর।
ইসলামে অর্থনীতি কেমন।
তারঁ সময়কালে যেসব বিষয় তাকেঁ নাড়া দেয় তা হল রাজবংশের উত্থান ও পতন এবং দারিদ্র ও প্রাচুর্য । এগুলিতে তিনি বেশ কিছু প্যার্টান চিহিৃত করেন। এ্যাডাম স্মিথের ও চার শত বছর পূর্বে আল-মুক্বাদ্দামায় ইবনে খালদূন শ্রম বিভাজন এবং এর ইতবাচক ফল সম্বন্ধে দীর্ঘ আলোচনা করেছেন।
আরও দেখুনঃ ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ণ pdf বই ডাউনলোড
একদল মানুষ পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত শক্তির ভিত্তিতে যা উৎপাদন করে তা এককভাবে একজনের উৎপাদনের চেয়ে ঢের বেশী। ফলে প্রয়োজন পূরণের পর যা উদ্বৃত্ত থাকে তা বিক্রি করা সম্ভব। তিনি বলেন, শ্রম বিভাজনের ফলেই উদ্বৃত উৎপাদন সম্ভব হয়। শ্রমের বিশেষীকরণের মাধ্যমে উৎপাদনের সামাজিক সংগঠনের পক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন।
তারঁ মতে, একমাত্র বিশেষীকরণের ফলেই উচুঁ হারে উৎপাদন সম্ভব, যা পর্যাপ্ত জীবিকা অর্জনের জন্য অপরিহার্য। ইবনে খালদূন উৎপাদনের সামাজিক সংগঠনের ক্ষেত্রে মানব ীয় শ্রমের সবিশেষ গুরুত্বের কথা তুলে ধরেছেন।
আরও দেখুনঃ অর্থনীতি ও ইসলাম সংকলন pdf বই ডাউনলোড
নিচে ইবনে খালদুন আধুনিক অর্থীনীতির পুরোধা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now