ইবাদত
ইবাদত pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা এ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদাতের উদ্দেশ্য। সুতরাং ইবাদাত সম্পর্কে সুস্পষ্ট ধারনা অর্জন করা প্রত্যেক মানুষের জন্যই বাধ্যতা মূলক । ইবাদাতের মূল উৎস হল পবিত্র কোরআনুল কারীমে এবং হাদীসে রাসূল (সাঃ)।
ইবাদাতের পরিধি অনেক বড়। ইবদাতের এমনও বহু শাখা প্রশাখা রয়েছে যেগুলোকে আমরা ইবাদাত বলে মনে করি না।অচত এগুলো নামাজ, রোযা, হজ্জ, যাকাত, এমনকি আল্লাহর পথে জিহাদ করার চেয়েও ওজনে ভারী।
আরও দেখুনঃ ভাগ্য ও তাকদীর pdf বই
ইবাদাত বলতে আমরা সাধারণত নামাজ, রোজা, হ্জ্জ, যাকাতকেই বুঝি আসলে কিন্তু তা নয়। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল কাজ করতে আদেশ করেছেন সে সকল কাজ যথাযথভাবে সম্পাদন করা এবং যে সকল কাজ করতে নিষেধ করেছেন সে সকল কাজ করা থেকে বিরত থাকার নামই ইবাদাত। সুতরাং ইবাদাত কেবলমাত্র নামায,রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি আনুষ্ঠানিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয় । বরং ইবাদাতের ক্ষেত্র অনেক দুর পর্যন্ত প্রসারিত।
আমরা জানি আল্লাহ তাআলার নির্ধারিত পথে জীবনপরিচালনা করার নামই ইবাদাত। আর আমাদের চিরশত্রু শয়তান এবং দুষ্ট রিপু সমূহকে পরাভূত করে বশে রাখতে না পারলে কোন ক্রমেই আল্লাহর নির্ধারিত পথে জীবন পরিচালনা করা সম্ভব নয়। তাই শয়তান আর দুষ্ট রিপুকে পরাভুত করে বশে রাখার জন্য এদেরকে দূর্বল করে রাখা আর আমাদের রূহ বা আত্মাকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।
বিশ্ব বরেন্য ইসলামিক দার্শনিক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হুজ্জতুল ইসলাম আবু আহমেদ মোহাম্মদ ইমাম গাজ্জালী (রহঃ) অলিকুল শিরোমনি হযরত বড় পীর আবদুল কাদির জিলানী (রহঃ) বাঙ্গালী জাতির গৌরব, নবী প্রেমিক, বিশিষ্ট সুফি সাধক ডাঃ কাজী মোহাম্মদ হারুনুর রশীদ (মদিনা মোনাওয়ারা সৌদী আরব) প্রমূখ ব্যক্তিবর্গের বিভিন্ন দুর্লভ পুস্তক থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রণীত গোপন ইবাদাত ভিত্তিক এ ক্ষুদ্র পুস্তিকাটি সম্মানিত পাঠক-পাঠিকার জাগ্রত বিবেকের কাছে উপস্থাপন করা হল ।
নিচে ইবাদত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইবাদতের বিষয়বলী বইয়ের সাইজঃ 26.1 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ আব্দুল হাই মৃধা অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ