ইবাদাতের মর্মকথা pdf বই ডাউনলোড। এটি শাইখুল ইসলাম হযরত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটি অমূল্য গ্রন্থ। ইসলামী জাগরণের এ যুগে মুসলিম মিল্লাতের নিকট ইমাম ইবনে তাইমিয়ার নাম আজ আর অপরিচিত নয়। তিনি মুসলিম মিল্লাতের গৌরবের ধন। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের দেড়শ বছর পর হিজরী সাত শতকের শেষ ভাবে ইমাম ইবনে তাইমিয়া জন্মগ্রহণ করেন।
৬৬১ হিজরী মুতাবিক ১২৬২ ঈসায়ী সনে তারঁ জন্ম। ৭২৮ হিজরী মুতাবিক ১৩২৭ ঈসায়ী সনে তিনি ইন্তেকাল করেন। বিশ্ব মুসলিম ইতিহাসে জ্ঞান গবেষণার ক্ষেত্রে তিনি এক অনন্য ধারা সৃষ্টি করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কালিমার মর্মকথা pdf বই ডাউনলোড
- ইবাদত pdf বই ডাউনলোড
- ইকামাতুস সালাত pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
মিল্লাতে মুসলিমাকে গোলামী থেকে নাজাত দেবার জন্য যে খিদমত তিনি আনজাম দিয়েছেন, মুসলিম জাতি তা কখনো ভুলে যেতে পারবে না। তারঁ রাজনৈতিক প্রজ্ঞা ও রণকৌশল একদিকে মিল্লাতে মুসলিমাকে তাতারী বর্বরতা থেকে রক্ষা করেছিলো, আরেকদিকে তারঁ বিশাল জ্ঞানভান্ডার ও অপরিসীম যোগ্যতা এ জাতিকে অসংখ্য বিভ্রান্তি ও গোমরাহীর হাত থেকে হিফাজত করেছে। ইসলামী আকীদা-বিশ্বাস হুকুম-আহকাম ও আইন কানুনের সমর্থণে তারঁ জোরদার যুক্তি প্রমাণ ইমাম গাযালীকেও ছাড়িয়ে গিয়েছিলো। বিদআত, মুশরিকী রুসুম-রেওয়াজ, আকীদা-বিশ্বাস ও নৈতিক ভ্রষ্টতার বিরুদ্ধে তিনি কঠোর সংগ্রাম করেন।
মুসলিম জাহানে ইমাম ইবনে তাইমিয়া রহ-এর আবির্ভাব এমন এক সময় ঘটে, যখন মুসলিম বিশ্ব ইসলাম বিরোধী শক্তি সমূহের বিভিন্নমুখী আক্রমণে ক্ষতবিক্ষত। বিশেষ করে ইসলামী আকীদা বিশ্বাস ও ইবাদাতের মধ্যে অনৈসলামিক চিন্তা চেতনা ও ভাবধারা মিশ্রণের মাধ্যমে মূল ইসলাম থেকে সুকৌশলে মুসলমানদের সরিয়ে নেয়ার যে ফিকরী আক্রমণ ইলমী ময়দানে হচ্ছিল তার স্বার্থক মোকাবেলা করেছেন আল্লামা ইবনে তাইমিয়ার ক্ষুরধার লিখনী।
ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার অসংখ্য কিতাব দুনিয়ার বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে ব্রত রয়েছে। আল উবূদিয়্যাহ নামক আল্লামার এ বইখানা আকারে ক্ষুদ্র হলেও এ প্রয়োজনীয়তা ও কার্যকারীতা অপরিসীম।
কেননা ইবাদত ইস?লামের একটি মৌলিক বিষয়ই শুধু নয় বরং কুরআনের ঘোষণানুসারে একমাত্র ইবাদাতের জন্যেই মহান স্রষ্টা মানবজাতিকে সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদাতের সঠিক তাৎপর্য ইপলব্ধি করা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য, যাতে অন্যান্য ধর্মের শিরক মিশ্রিত ইবাদাতের ধারণা মুসলমানদের মধ্যে প্রবেশ করতে না পারে। এ মূল্যবান বইখানা বাংলায় অনুবাদ করে আল্লাহর কাছে কৃতজ্ঞ।
নিচে ইবাদাতের মর্মকথা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | সালাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.71MB |
প্রকাশ সালঃ | ২০১০ |
বইয়ের লেখকঃ | ইমাম ইবনে তাইমিয়া রহ. |
অনুবাদঃ | এ.বি.এম.এ খালেক মজুমদার |