ইমাম আবু হানিফা ও হাদিসশাস্ত্র pdf বই ডাউনলোড। সুন্নাহ-হাদীস ইসলামী শারীআতের দ্বিতীয় উৎস। আল্লাহ তাআলা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন তারঁ পক্ষ থেকে বার্তাবাহক, প্রচারক, তার কিতাবের ব্যখ্যাকারী ও উত্তম আদর্শ হিসেবে । মহান আল্লাহ তারঁ রসূলের অনুসরণ, তারঁ আনীত বিষয় গ্রহণ ও নিষেধকৃত বিষয় বর্জন করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন।
তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্যকে তারই আনুগত্য হিসেবে গণ্য করেছেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওহীর নির্দেশ ও ইশারা ছাড়া কোন কথাই বলতেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামী শারীআত ব্যাখ্যা করেছেন কখনও শুধু কথা কখনও শুধু কাজ, আবার কখনও উভয়টির মাধ্যমে ।
আরও দেখুনঃ কৃষি আল কুরআনের প্রেক্ষাপট বাংলাদেশ প্রসঙ্গে pdf বই
তারঁ বক্তব্য, কাজ, সন্তোষ অনুমোদন শারীআতের অংশ। তারঁ থেকে প্রমাণিত সুন্নাহর কুরআনের মতোই শিরোধার্য, তা কুরআনের ব্যাখ্যা, আল্লাহ উদ্দেশ্য স্পষ্টকারক। সুন্নাহর মাধ্যমে কুরআনের অনেক নির্দেশ পালনের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়। যেমন সালাত পালনের বিস্তারিত অবস্থা কুরআনে নেই তা আছে নবীজীর সুনাম।
বিভিন্ন বিচারকার্য, ফয়সালা, যুদ্ধ-সন্ধি সংক্রান্ত নিয়মাবলীর উৎসও উন্নাহ। এজন্য সুন্নাহ তথা হাদীস সংরক্ষণ-সংকলনের কাজ নবী-যুগেই শুরু হয়। সেসময় কুরআন সংরক্ষিত হতো মুখস্থাকরণ ও লিখনের মাধ্যমে, আর হাদীস সংরক্ষিত হতো মূলত: মুখস্থকরণের মাধ্যমে। কোন কোন সাহাবী নিজস্ব উদ্যোগে গ্রন্থাকারে হাদীস লিপিবদ্ধ করেন।
আরও দেখুনঃ কালান্তরে দৃষ্টিপাত pdf বই ডাউনলোড
খুলাফা রাশিদূনের যুগেও ব্যাপক লিপিবদ্ধকরণ ও সংকলন নয়, মূলত: হিফয ও রিওয়ায়াতের মাধ্যমে হাদীস সংরক্ষিত হতে থাকে। সাহাবা যুগে হাদীসের ক্ষেত্রে সাহাবীগণ রা. এর সতর্কতা, হাদীস যাচাই-বাছাইকরণ, ইলম অর্জনে দূর-দূরান্তে গমণ।
ইলম চর্চার কষ্ট-মুজাহদা ও আত্মনিম্নতার যথেষ্ট প্রমাণ ইতিহাসে বিবৃত হয়েছে। তবে তখনও সব হাদীস কুরআনের মতো এক কিতাবে লিপিবদ্ধ হয়নি। এর কারণ ব্যাখ্যা করে শাইখ আবু বাকর ইবন ইকাল আসসিকিল্লী র. তারঁ ফাওয়াইদে বলেন, সাহাবীগণ রা. কুরআনের মতো সুন্নাহ এক কিতাবে জমা করেন নি।
আরও দেখুনঃ কাসরুল আমাল pdf বই ডাউনলোড
নিচে ইমাম আবু হানিফা ও হাদিসশাস্ত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক ইস্টাডিজ বিভাগ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 3.32 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ