ইমাম আবূহানীফা হাদীসশাস্ত্র
ইমাম আবূহানীফা হাদীসশাস্ত্র pdf বই ডাউনলোড।সুন্নাহ-হাদীসে ইসলামী শারী আতের দ্বিতীয় উৎস । আল্লাহ তাআলা রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন তারঁ পক্ষ থেকে বার্তাবাহক , প্রচারক, তারঁ কিতাবের ব্যাখ্যাকারী ও উত্তম আদর্শ হিসেবে। মহান আল্লাহ তারঁ রসুলের অনুসরণ তারঁ আনীত বিষয় গ্রহন ও নিষেধকৃত বিষয় বর্জন করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি নবীজি সল্লাল্লাাহু আলাইহি ওসাল্লামের আনগত্যকে তারই আনুগত্য হিসেবে গন্য করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ওহীর নির্দেশ ও ইশারা ছাড়া কোন কথাই বলতেন না।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইসলামী শরাআত ব্যাখা করেছেন কখনও শুধু কথা , কখন ও শুধু কাজ আবার কখনও উভয়টি মাধ্যম। তার বক্তব্য কাজ সন্তোষ অনুমোদন শারীআতের অংশ। তার থেকে প্রমানিত সুন্নাহ কুরআনের মতেই শিরোধার্য তা কুরআনের ব্যাখ্যা আল্লাহর উদ্দেশ্য স্পষ্টকারক। সুন্নাহর মাধ্যমে কুরআনের অনেক নির্দেশ পালনের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়। যেমন সালাত পালনের বিস্তরিত অবস্থা কুরআনে নেই, তা আছে নবীজির সুন্নায় ।
আরও দেখুনঃ বাক্সের বাহিরে pdf বই ডাউনলোড
বিভিন্ন বিচারকার্য, ফয়সালা, যুদ্ধ-সন্ধি সংক্রান্ত নিয়মাবলীর উৎসও সুন্নাহ । এজন্য সুন্নাহ তথা হাদীস সংরক্ষন -সংকলনের কাজ নবী-যুগেই শুরু হয়। সেসময় কুরআন সংরক্ষিত হতো মুখস্থকরণ ও লিখনের মাধ্যমে, আর হাদীস সংরক্ষিত হতো মূলত মুখস্থকরণের মাধ্যমে । কোন কোন সাহাবী নিজস্ব উদ্যোগে গ্রন্থাকারে হাদীস লিপিবদ্ধ করেন।ইমাম আবু হানীফা (র) উস্তাত মাক্কী ইবন ইবরাহীম (র.)-যিনি ইমাম আবু হানীফা (র) ছাত্র-বলেন।
ইমাম আবু হানীফা ছিলেন যাহিদ, আলিম, আখিরাত-আসক্ত, সত্যনিষ্ঠ ও সে যমানার সর্বশ্রেষ্ঠ হাফিযুল হাদীস। জারহ-তা দীলেন ইমাম ইয়াহইয়া ইবন সাঈদ আল -কাত্তান (র) বলেন, আল্লাহ শপথ! আল্লাহ ও তারঁ রসুলের থেকে যে ইলম এসেছে তিনি (আবু হানীফা) সে ইলমে ও উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ । শ্রেষ্ঠ হাদীসবিশারদ হাফিয যাহারী র. তারঁ হাফিজুল হাদীসগনের জীবনী সম্বলিতগ্রন্থ তাযকিরাতুল হুফফায-এ ইমাম আবূ হানীফা (র.) এর জীবনী উল্লেখ করেছেন। এটি ইমাম সাহিবের হাফিযুল হাদীস হওয়ার বড় প্রমাণ।
আরও দেখুনঃ ইমাম আযমের কাহিনী pdf বই ডাউনলোড
নিচে ইমাম আবূহানীফা হাদীসশাস্ত্র pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক স্টাডিজ বিভাগ বইয়ের ধরণঃ হাদিস বিষয় বইয়ের সাইজঃ 3.85 MB প্রকাশ সালঃ ২০১৫ ইং বইয়ের লেখকঃ বশির উদ্দিন অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ