ইমাম আবূ দাঊদ রহঃ জীবনী pdf বই ডাউনলোড। ইমাম আবূ দাউদ রহঃ ইলমে হাদীসের সুবিশাল পরিমন্ডলের এক উজ্জ্বল নক্ষত্র। হাদীসশাস্ত্রে অবদানের জন্য যে কজন মনীষী স্মরণীয় হয়ে আছে তিনি তাদেঁর অন্যতম। তিনি একজন ইমাম, শায়খুস সুন্নাহ, প্রথম সারির হাফিয ও উচ্ছ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। নাম সুলায়মান, কুনিয়াতে আবূ দাউদ। পিতার নাম আশআস। তারঁ পুরো নাম আবূ দাউদ সুলায়মান ইবনুল আশআস ইবনু শাদ্দাদ ইবনু আমর ইবনু আমি।
তাকেঁ সুলায়মান ইবনুল আশআস ইবনু ইসহাক্ব আল-আসাদী আলসিজিস্তানীও বলা হয়। ইমাম আবূ দাউদ ২০২ হিজরী মোতাবেক ৮১৭ খ্রিস্টাব্দে কান্দাহার ও চিশতের নিকটবর্তী সিজিস্তানে জন্ম গ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা জীবন সম্পর্কে জানা যায় না।
আরও দেখুনঃ আবু দাউদ শরীফ ১ম খন্ড pdf ডাউনলোড
সম্ভবত তিনি নিজ গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। ইমাম আবূ দাউদের বয়স যখন দশ বছর তখন তিনি নিশাপুরের একটি মাদরাসায় ভর্তি হন এবং সেখানেই তিনি প্রখ্যাত মুহাদ্দিস ইবনু আসলামের নিকট হাদীসশাস্ত্র অধ্যয়ন করেন। অতঃপর তিনি হাদীসে উচ্ছ শিক্ষা লাভের জন্য মিশর, সিরিয়া, হিজাজ, ইরাক, খুরাসান প্রভৃতি বিখ্যাত হাদীস গবেষণা কেন্দ্র সমূহে ভ্রমণ করেন এবং তদানিন্তন সুবিখ্যাত মুহাদ্দিসগণের নিকট হাদীস শ্রবণ ও সংগ্রহ করেন।
সংক্ষিপ্ত জীবনী।
ইমাম আবূ দাউদ ছিলেন ইবাদাতগুযার, পরহেযগার, যাহিদ ও ন্যায়পরায়ণ লোক। দুনিয়ার ভোগ বিলাসের প্রতি তারঁ কোন মোহ ছিল না। ইমাম ইবনু দাসাহ উল্লেখ করেন যে, ইমাম আবূ দাউদের জামার একটি হাতা প্রশস্ত ও একটি হাত সংকৃর্ণ ছিল। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে হাতাটি প্রশস্ত তার মধ্যে আমি লিখিত হাদীসগুলো রেখে দেই এবং যে সংকৃর্ণ হাতার মধ্যে এ জাতীয় কিছুই নেই।
আরও দেখুনঃ আবু দাউদ শরীফ ৩য় খন্ড pdf ডাউনলোড
ইমাম আবূ দাউদ সম্পর্কে মন্তব্য: মূসা ইবনু হারুন বলেনঃ ইমাম আবূ দাউদ দুনিয়াতে হাদীসের খিদমাতের জন্য এবং আখিরাতে জান্নাত লাভের জন্য সৃষ্টি হয়েছেন। আমি তারঁ থেকে উত্তম ব্যক্তি দেখিনি। ইমাম হাকিম বলেন: নিঃসন্দেহে ইমাম আবূ দাউদ তারঁ সমসাময়িক মুহাদ্দিসগণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তারঁ এরই শ্রেষ্ঠত্ব ছিল নিরংকুশ ও অপ্রতিদ্বন্দী।
এবং ইমাম যাহাবী বলেন: ইমামআবূ দাউদ হাদীসের ইমাম হওয়ার পাশাপাশি একজন বড় মাফের ফাক্বীহ ছিলেন। তারঁ কিতাবই এর প্রমাণ বহণ করে। হাফিয আবূ আব্দুল্লাহ ইবনু মানদাহ বলেন যারাঁ হাদীস বর্ণনা করে তন্মধ্যকার দোষযুক্ক হাদীসগুলো থেকে প্রমাণযোগ্য হাদীসগুলোকে এবং ভুল থেকে শুদ্ধকে পৃথক করেছেন, তারাঁ হচ্ছেন চারজন: বুঝারী, মুসলিম, আবূ দাউদ ও নাসায়ী ।
আরও দেখুনঃ আবু দাউদ শরীফ ২য় খন্ড pdf ডাউনলোড
নিচে ইমাম আবূ দাঊদ রহঃ জীবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জীবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।