ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ এর জিবনী pdf ডাউনলোড। আহমাদ, পিতা মুহাম্মদ, দাদা হাম্বল, উপনাম আবূ আব্দুল্লাহ। আহমাদ বিন মুহাম্মাদ বিন হাম্বল বিন হিলাল বিন আসাদ বিন ইদ্রীস আশশায়বানী, আল-মারওয়াযী, আল-বাগদাদী। ইমামের ১৩তম পূর্ব পুরুষ শায়বান এর দিকে সম্পৃক্ত করায় আশ শায়বানী, তারঁ জন্মভূমি মুরউ এর দিকে সম্পৃক্ত করায় আল-মারওয়াযী, অতঃপর ইমামের অবস্থান বাগদাদ এর দিকে সম্পৃক্ত কারয় আল বাগদাদী।
ইমাম আহমাদ রহ, ১৬৪ হিঃ রবিউল আউয়াল মাসে মুরউতে জন্ম গ্রহণ করেন। কেউ কেউ বলেন তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় মুরউ হতে বাগদাদে আসেন অতঃপর বাগদাদে জন্ম হয়। ছোট কালেই তারঁ পিতা ইন্তেকাল করেন ফলে তিনি ইয়াতীম অবস্থায় মার কাছে পালিত হন। ইমাম আহমাদ রহ. ছোট বয়সেই শিক্ষায় মনোনিবেশ হন।
আরও দেখুনঃ মুসনাদে আহমদ ১ম খন্ড pdf বই ডাউনলোড
তিনি প্রখর মেধাশক্তিসম্পন্ন ছিলেন। অতি সহজেই অনেক কিছু মুখস্ত করে ফেলতেন। ইব্রাহীম আল হারবী রহ. বলেন: মনে হয় যেন আল্লাহ তআলা ইমাম আহমাদকে আদি-অন্তের সকল প্রকার জ্ঞান দান করেছেন। জ্ঞান পিপাুস ইমামুস সুন্নাহ ইমাম আহমাদ রহ, বাগদাদের উল্লেখযোগ্য সকল আলিম হতে শিক্ষা গ্রহনের পর বিভিন্ন প্রান্তে জ্ঞান আহরণে ছুটে চলেন।
সংক্ষিপ্ত জিবনী।
তিনি সফর করেন কুফা, বাসরা, মক্কা, মদীনা, ত্বারতুস, দামেস্ক, ইয়ামান, মিসর ইত্যাদি অঞ্চলে। তিনি পাচঁবার হজ্জব্রত পালন করেন তন্মধ্যে তিনবার পায়ে হেটেঁ হাজ্জ পালন করেন। হাদীসের জগতে েইমাম আহমাদ রহ, এক উজ্জ্বল নক্ষত্র, তারঁ হাদীসের পারদর্শিতা সম্পর্কে এক কথায় বলা যায় তিনি হাদীসের এক বিশাল সাগর। ইমাম আব্দুল ওয়াহহাব আল ওয়াররাক বলেন।
আরও দেখুনঃ ছালাতুর রাসুল ছাঃ pdf বই ডাউনলোড
আমি ইমাম আহমাদ বিন হাম্বলের মত আর কাউকে দেখিনি, তাকে জিজ্ঞাসা করা হল আপনি অন্যের চেয়ে ইমাম আহমাদ রহ-এর মাঝে জ্ঞান-গরিমা বা মর্যাদা বেশী কি পেয়েছেন,? তিনি বললেন: ইমাম আহমাদ এমন একজন্য ব্যক্তি যাকে ৬০০০০ হাজার প্রশ্ন করা হয়েছে তিনি সকল প্রশ্নের জবাবে হাদ্দাছানা ওয়া আখাবারানা অর্থাৎ হাদীস হতে জবাব দিয়েছেন অন্য কিছু বলেন নি।
অতএব এক বাক্য বলা যায় যে, ইমাম আহমাদ রহ- হাদীসের সাগর ছিলেন। এ ছাড়াও এর জলন্ত প্রমাণ হলো ইমামের সংকলিত সুপ্রসিদ্ধ হাদীস গ্রন্থ আল মুসনাদ যার হাদীস সংখ্যা চল্লিশ হাজার। অতএব হাদীসের জগতে ইমাম আহমাদ রহ. এক অবিস্ময়করণীয় ব্যক্তিত্ব। হাদীস শাস্ত্রে মুসতালাহ, ঈলাল, আসমাউর রিজাল, জারহ-তাদীল ইত্যাদি সকল ক্ষেত্রে তারঁ অসামান্য কৃতিত্ব বিদ্যমান রয়েছে।
আরও দেখুনঃ ইমাম মানবো কেন pdf বই ডাউনলোড
নিচে ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ এর জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now