ইমাম ইবনুল কায়্যিম রঃ এর জিবনী pdf বই ডাউনলোড। শাইকুল ইসলাম আল্লামা হাফেয ইমাম ইবনুল কায়্যিম রঃ এর জিবনী কয়েক পৃষ্ঠায় লেখা সম্বব নয়। তারঁ পূর্ণ পবিত্র জিবনী লিখতে একটি স্বতন্ত্র পুস্তকের প্রয়োজন। আমরা সেদিকে না গিয়ে অতি সংক্ষেপে তারঁ বরকতময় জিবনীর বেশ কিছু দিক উল্লেখ করার চেষ্টা করব। শাইখের পূর্ণ নাম হচ্ছে, আবু আব্দুল্লাহ শামসুদ্দীন মুহাম্মাদ বিন আবু বকর বিন আইয়্যুব আদ দিমাশকী।
তিনি সংক্ষেপে ইবনুল কায়্যিম আল-জাওযী বলেই মুসলিম উম্মার মাঝে পরিচিতি লাভ করেন। তারঁ পিতা দীর্ঘ দিন দামেস্কোর আল জাওযীয়া মাদ্রাসার তত্ত্বাবদায়ক ছিলেন বলেই তারঁ পিতা আবু বকরকে কায়্যিমুল জাওযীয়া অর্থা মাদরাসাতুল জাওযীয়ার তত্ত্বাবদায়ক বলা হয়। পরবর্তীতে তারঁ বংশের লোকেরা এই উপাধিতে প্রসিদ্ধতা লাভ করে।
আরও দেখুনঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহঃ জিবনী বই ডাউনলোড
তিনি ৬৯১ হিজরী সালেল সফর মাসের ৭ তারিখে দামেস্কে জন্ম গ্রহণ করেন। আল্লামা ইবনুল কায়্যিম রঃ এক ইলমী পরিবেশ ও ভদ্র পরিবারে প্রতিপালিত হন। মাদরাসাতুল জাওযীয়ায় তিনি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় পান্ডিত্য অর্জন করেন। এ ছাড়া তিনি স্বীয় যামানার অন্যান্য আলেমে দ্বীন থেকে জ্ঞান অর্জন করেন।
সংক্ষিপ্ত জিবনী।
তারঁ উস্তাদদের মধ্যে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমীয়া রঃ সর্বাধিক উল্লেখ্য। ইবনে তাইমিয়া রঃ এর ছাত্রদের মধ্যে একমাত্র ইবনুল কায়্যিইম ছিলেন তারঁ জীবনের সার্বক্ষণিক সাথী। ঐতিহাসিকদের ঐক্যমতে তিনি ৭১২ হিজরী সালে শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়ার সাথে সাক্ষাৎ করেন।
আরও দেখুনঃ তাহাবী শরীফ pdf বই ডাউনলোড
এর পর থেকে শাইখের মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তারঁ সাথেই ছিলেন। । এমনকি জিহাদের ময়দান থেকে শুরু করে জেলখানাতেও তিনি তারঁ থেকে আলাদা হন নি। এভাবে দীর্ঘ দিন স্বীয় উস্তাদের সাহচার্য থেকে যোগ্য উস্তাদের যোগ্য শিষ্য এবং শাইখের ইলম এবং দার্স-তাদরীসের সঠিক ওয়ারিছ হিসাবে গড়ে উঠেন। সেই সাথে স্বীয় পান্ডিত্য বলে এক অভিনব পদ্ধতিতে ইসলামী আকীদাহ ও তাওহীদের ব্যাখ্যা দানে পারর্দশীতা লাভ করেন।
তারঁ সম্পর্কে বলা হয় যে, শাইখুর ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রঃ এর সাথে সাক্ষাতের পূর্বে তিনি সুফীবাদে বিশ্বাসী ছিলেন। অতঃপর শাইখের সাহচার্য পেয়ে এবং তারঁ দ্বারা প্রভাবিত হয়ে তিনি সুফীবাদ বর্জন করেন এবং তাওবা করে হেদায়েতের পথে চলে আসেন। তবে এ তথ্যটি নির্ভরযোগ্য সুত্রে প্রমাণিত নয় বলে কতিপয় আলেম উল্লেখ করেছেন। যদি ধরেও নেওয়া হয় যে, তিনি প্রথম জীবনে সুফী তরীকার অনুসারী ছিলেন, তবে এমনটি নয় যে তিনি বর্তমান কালে পচাঁ, নিকৃষ্ট ও শির্ক-বিদআতের পরিপূর্ণ সুফীবাদে বিশ্বাসী ছিলেন।
আরও দেখুনঃ আল্লামা ইকবাল জিবনী pdf বই ডাউনলোড
নিচে ইমাম ইবনুল কায়্যিম রঃ এর জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now