ইমাম বান্নার পাঠশালা pdf বই ডাউনলোড। “তুমি দেখতে পাও শুষ্ক ও নির্জীব ভূমি। অতঃপর আল্লাহ তায়ালা তার ওপর বারি বর্ষণ করেছেন, ফলে তা আন্দোলিত ও স্ফীত হয়েছে। মৃতপ্রায় হওয়ার পরও ফিরে পেয়েছে পুনরায় সজীবতা এবং উৎপন্ন করেছে সকল প্রকার নয়নাভিরাম উদ্ভিদ।”
যুগের প্রবাহে সময়কালটি হিজরি চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি। ইখওয়ানুল মুসলিমিনের আত্মপ্রকাশের প্রাক্কালে মুসলিম উম্মাহ যাপন করছিল এক ক্রান্তিকাল। তখন ধ্বংস করে দেওয়া হয়েছিল নিভু নিভু করে জ্বলা ক্ষয়িষ্ণু খিলাফতব্যবস্থাও, যা ছিল ইসলামি বিশ্বাসের ভিত্তিতে একই পতাকাতলে সমবেত হওয়ার সর্বশেষ অবলম্বন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি কুচক্রি ঔপনিবেশিক শক্তির থাবার আঘাতে মুসলিম সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এমনকি মাত্র কয়েক মিলিয়ন অধিবাসীর দেশ হল্যান্ড প্রায় একশত মিলিয়ন অধিবাসীর জনপদ ইন্দোনেশিয়াকে শাসন করতে শুরু করে।
মুসলিম দেশসমূহে ইসলামি শাসনকে অকার্যকর ও কুরআনের বিধানকে বর্জনের কর্মসূচি বাস্তবায়ন করতে সকল আয়োজন সম্পন্ন করে ঔপনিবেশিকরা। মুসলিমদের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের ওপর প্রভাব বিস্তার করে তারা। ফলে সাধারণ মুসলিমদের জীবনে, বিশেষত পশ্চিমা শিক্ষায় শিক্ষিত তথাকথিত সুশীলসমাজের জীবনাচারে মানবরচিত সংবিধান ও পশ্চিমাদের অন্ধ অনুসরণ হয়ে ওঠে প্রবল।
এতে এমন এক প্রজন্ম গড়ে ওঠে- যারা নামে মুসলিম হলেও চিন্তাচেতনায় ছিল ইউরোপিয়ান। অধঃপতন, পশ্চাৎপদতাসহ হাজারো সমস্যায় জর্জরিত মুসলিম সমাজে উপনিবেশবাদের সমস্যা যুক্ত হওয়ায় সমাজের কদর্যতা বহুগুণে বেড়ে যায়। ব্যাধি মহামারির রূপ ধারণ করে। আল্লাহ তায়ালার ইচ্ছা হলো, তিনি মানুষের মধ্যে পবিত্র কুরআনকে সংরক্ষণ করবেন।
ইসলামের অস্তিত্ব টিকিয়ে রেখে তাকে অন্য সকল ধর্মমতের ওপর
বিজয়ী করবেন। এ দ্বীনের জন্য তরুণদের মধ্যে জাগরণ সৃষ্টি করবেন এবং অধঃপতিত ও মৃতপ্রায় উম্মাহর দেহে নতুন করে জীবন ও প্রাণের সঞ্চার করবেন। তাই যেন এই তীব্র খরার মধ্যেই সবুজের স্বপ্ন নিয়ে সূচনা হয় ইখওয়ানুল মুসলিমিনের দাওয়াত। এ মহতী আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন ইমাম হাসান আল বান্না। ইখওয়ানুল মুসলিমিনের পথচলা ইতোমধ্যে অতিক্রম করেছে সুবর্ণজয়ন্তী। অর্ধশতাব্দীর পথযাত্রায় ইখওয়ানুল মুসলিমিন মুসলিম বিশ্বের ভেতরে-বাইরে সকল স্থানে এবং প্রতিটি ক্ষেত্রে বহু অবদান ও সফলতার স্বাক্ষর রেখেছে।
নিচে ইমাম বান্নার পাঠশালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | প্রচ্ছদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 53.44 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ড. ইউসুফ আল কারযাভী |
বইয়ের অনুবাদকঃ | জাকিয়া সুলতানা শিফা |