ইমাম মুহাম্মাদ রহিমাহুল্লাহ pdf বই ডাউনলোড। মুহাম্মাদ ইবনুল হাসান আশ-শায়বানী সম্পর্কে হাফেয যাহাবী রহিমাহুল্লাহ লিখেছেন, মুহাম্মাদ ইবনুল হাসান আশ-শায়বানী আবূ আব্দুল্লাহ আহলে রায়দের অন্যতম ফক্বীহ। নাসাঈ এবং অন্যরা তার হিফজের কারণে তাকে যঈফ বলেছেন। তিনি মালেক বিন আনাস এবং অন্যদের থেকে বর্ণনা করেছেন। তিনি ইলম এবং ফিক্বহ-এর জ্ঞানের সমুদ্র ছিলেন। স্রেফ মালেক হতে তার রেওয়ালাত শক্তিশালি হয়ে থাকে।
হাফেয যাহাবীর এই বক্তব্য দ্বারা প্রতীয়মান হল যে, উপরোল্লিখিত শায়বানী যদি ইমাম মালেক ব্যতীত অন্য লোকদের থেকে যেমন ইমাম আবূ হানীফা রেওয়ালাত করেন তবে তিনি হাফেজ যাহাবীর নিকটেও শক্তিশালী নন, অর্থাৎ যঈফ।
আরও দেখুনঃ জামাআতবদ্ধ জীবন যাপনের অপরিহার্যতা pdf বই
সুনানে নাসাঈর লেখক এবং আসমাউর রিজালের ইমাম আবূ আব্দুর রহমান আন-নাসাঈ রহিমাহুল্লাহ ইমাম আবূ হানীফার ছাত্রদের সম্পর্কে লিখেছেন, তার ছাত্রদের মধ্য হতে ইউসুফ বিন খালেদ আস-সামতী মহা মিথ্যুক। এবং হাসান বিন যিয়াদ আল-লুলুঈ মহা মিথ্যুক, খবীছ। আর মুহাম্মাদ ইবনুল হাসান যঈফ ।
ইমাম নাসাঈর এই বক্তব্য দ্বারা প্রতীয়মান হয়েছে যে, কিতাবুল হাজ্জাহ আলা আহলিল মাদীনাহ গ্রন্থের লেখক মুহাম্মাদ ইবনুল হাসান আশ-শায়বানী যঈফ বা দুর্বল রাবি। চাই তিনি ইমাম মালেক হতে রেওয়ায়াত করুন বা অন্য কোন রাবীদের যেমন ইমাম আবূ হানীফা হতে রেওয়ায়াতা করুন। সুতরাং তার রেওয়ায়াত সমর্থসূচক বর্ণনা না থাকার শর্তে প্রত্যাখ্যাত হয়ে থাকে।
আরও দেখুনঃ কুকুর সম্পর্কিত বিধি বিধান pdf বই ডাউনলোড
এই ভূমিকার পর হাফেজ ইবনে হাজার আসক্বালানী রহিমাহুল্লাহ তাহক্বীক্ব লিখেছেন। প্রথমে হাফেয ছাহেবদের ইবারত তথা উক্তিগুলি পেশ করা হবে। অতপর সেগুলির অনুবাদ এবং টীকাসমূহের মধ্যে এর উপর পর্যালোচনা হবে। সমস্ত প্রশংসা তো আল্লাহরই জন্য। যিনি জগতসমূহের রব।
হাফেয ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেন যে, তিনি হলেন মুহাম্মাদ ইবনুল হাসান বিন ফারক্বাদ আশ-শায়বানী, শায়বানীদের গোলাম,ফক্বীহ আবূ আবূ আব্দুল্লাহ । এবং কি এই ভাবেই আমরা ইমাম মুহাম্মাদ রহিমাহুল্লাহ এর বিষয়ে জানতে পারব।
আরও দেখুনঃ শাইখ মুহাম্মাদ মাহমুদ আলী রহ. pdf বই ডাউনলোড
নিচে ইমাম মুহাম্মাদ রহিমাহুল্লাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জীবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ শায়খ যুবায়ের আলী যাঈ রহ. অনুবাদঃ আহমাদুল্লাহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ