ইমাম শাফেয়ী রহঃ এর জিবনী pdf বই ডাউনলোড। নাম, উপনাম ও বংশ পরিচয়: নাম:- মুহাম্মাদ, পিতা ইদ্রিস দাদা আব্বাস, উপনাম আবূ আব্দুল্লাহ, বংশ নামা: মুহাম্মদ বিন ইদ্রীস বিন আব্বাস বিন উসমান বিন শাফি আল কুরাশী আল শাফেয়ী আল মাক্কী। ইমাম শাফেয়ী রহ.- এর বংশ কুরাইশ বংশের অন্যতম আব্দে মানাফ বিন কুসাই এর কাছে মিলিত হয়েছে, তাই ইমাম শাফেয়ীর বংশের মুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বংশ একই।
এ জন্য তিনি আল-মুত্তালাবী বলে পরিচিত, তিনি কুরাইশ বংশের তাই কুরাশী এবং তারঁ দাদা শাফে রাঃ সাহাবী এর দিকে সম্পৃক্ত করায় শাফেয়ী, মক্কায় প্রতিপালিত হওয়ার মাক্কী বলে পরিচিতি লাভ করেন । ইমাম শাফেয়ী রহ-এর উপাধি হল, নাসিরুল হাদীস হাদীসের সাহায্যকারী বা সহায়ক, কারণ হাদীস সংগ্রহ, সংকলন, বিশেষ করে হাদীসের যাচাই-বাছাইয়ের তিনি সর্ব প্রথম অবদান রাখেন।
আরও দেখুনঃ গল্পে হযরত আবু বকর pdf বই ডাউনলোড
তিনিই সর্ব প্রথম হাদীস শাস্ত্রের নীতিমালা প্রণয়নে কল ধরেন আররিসালাহ ও আল উম্ম গ্রন্থদ্বয়ে। অতঃপর সে পথ ধরেই পরবর্তী ইমামগণ অগ্রসর হন। জন্ম, প্রতিপালন ও শিক্ষা জীবন, সকল ঐতিহাসিকের মতে ইমাম শাফেয়ী রহ, ১৫০ হিঃ সনে জন্ম গ্রহণ করেন, যে সনে ইমাম আবূ হানীফাহ রহ. ইন্তেকাল করেন। ইমামের জন্মস্থান সম্পর্কে কিছু মতামত পরিলক্ষিত হয় কেউ বলেন গাযা নামক স্থানে, কেউ বলেন আসকালান শহরে আবার কেউ বলেন ইয়ামান দেশে।
সংক্ষিপ্ত জিবনী।
এ মতবিরোধের সমাধানে ইমাম ইবনু হাজার আসকালানী রহ. বলেন: গাযা ও আসকালান এ দুটি পাশাপাশি এলাকা, মূলত: আসকালান প্রসিদ্ধ নগরী এরই অন্তর্গত তৎকালীন একটি এলাকা/গ্রাম গাযা সেখানেই ইমাম শাফেয়ী জন্মলাভ করেন, তারঁ মা ছিলেন ইয়ামানের প্রসিদ্ধ আযদিয়্যাহ গোত্রের, তাই জন্মর দুবছর পর ছেলে ইয়াতীম হয়ে যাওয়া মা ছেলেকে নিয়ে প্রিত্রিকূল ইয়ামানে চলে যান।
আরও দেখুনঃ আল্লামা ইকবাল জিবনী pdf বই ডাউনলোড
কয়েক বছর পরেই ইমামের বাবার বংশ কুরাইশ বংশের সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে আবার মক্কায় পাড়িজমান। অতএব ইমা শাফেয়ীর জন্মস্থান সম্পর্কে আর কোন মতভেদ থাকেনা ইমাম শাফেয়ী রহ. ছোট কালেই পিতাকে হারিয়ে ইয়াতীম হয়ে যান, পিতার মৃত্যুর পর অভিভাবকহীনতা ও দারিদ্রতা ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন হন, পিতা মারা গেলে বিচক্ষণ মা তাকে দুবছর বয়সে মক্কায় পার্শ্ববর্তী নিয়ে আসলে তিনি কুরআন মুখস্ত করায় মনোনিবেশ হন ।
এবং সাত বছর বয়সেই সম্পূর্ণ কুরআন মুখস্ত করেন। তিনি নিজেই বলেন, আমি যখন মায়ের কাছে ইয়াতীম অসহায়, শিক্ষক দেয়ার মত মায়ের কাছে কিছু নেই এমতাবস্থায় শিক্ষক এর স্থলাভিষিক্তে দায়িত্ব পালশর্তে পড়াতে রাযি হলে আমি তার কাছে কুরআন মুখস্ত খতম করলাম।
আরও দেখুনঃ খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
নিচে ইমাম শাফেয়ী রহঃ এর জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now