ইমোশনাল ইন্টেলিজেন্স pdf বই ডাউনলোড। যখন থেকে ইসলাম সম্পর্কে টুকটাক জানার চেষ্টা শুরু করেছি এবং ইসলামের দিক-নির্দেশনা ব্যক্তিজীবন প্রয়োগ করার গুরুত্বটা বুঝেছি, তখন থেকেই নবি সাঃ-এর জীবনী জানার এক প্রবল আগ্রহ কাজ করত।
এই জানা মানে শুধু ভাসা ভাসা জানা নয়; বরং এই অসাধারণ ও সর্বশ্রেষ্ঠ মানুষটির পূর্ণাঙ্গ জীবনী খুঁটিয়ে খুটিঁয়ে জানার চেষ্টা করতাম সুযোগ পেলেই নবি সাঃ-এর জীবনীর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, আপনি যে দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষাগ্রহণ করতে চাইবেন, সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে তারঁ জীবনী পড়লে অবশ্যই উপযুক্ত দিক-নির্দেশনা পেয়ে যাবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নবি মুহাম্মদের ২৩ বছর pdf বই ডাউনলোড
- পরকালের প্রস্তুতি pdf বই ডাউনলোড
- ঈমান সবার আগে pdf বই ডাউনলোড
- বিদআত ও প্রচলিত কুসংস্কার pdf বই ডাউনলোড
নবি সা-এর জীবনী পড়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা বিশেষভাবে লক্ষ রাখতাম-তা হলো, তার মনেজারিয়ার ও লিডারশিপ স্কিলের প্রয়োগ অর্থাৎ তিনি কীভাবে অন্যদের সাথে যথোপযুক্ত কমিউনিকেট করতেন, কীভাবে নেগোশিয়েট করতেন, কীভাবে সাহাবায়ে কেরামকে নেতৃত্ব দিতেন, কীভাবে সকল ব্যস্ততা সামনে পরিবারের জন্য টাইম ম্যানেক করতেন ইত্যাদি সীরাত থেকে বোঝার চেষ্টা করতাম।
নবি সাঃ-এর এমনই একটি গুরুত্বপূর্ণ সফট স্কিল ছিল ইমোশনাল ইন্টেজিজেন্স। বর্তমান কর্পোরেট দুনিয়ায় যে কটি সফট। স্কিল নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে সেগুলোর মধ্যে ইমোশনাল ইন্টেজিজেন্স। অন্যতম।
ইমোশনাল ইন্টেজিজেন্সের দৃষ্টিতে সীরাতের দিকে তাকালে যে-কেউ অবাক বিস্ময়ে আবিস্কার করবেন যে, সমকালীন বিশেষজ্ঞগণ যা এখন তাত্ত্বিকভাবে বলছেন- সেগুলেঅই, কিছু ক্ষেত্রে বরং তার চেয়েও কম্প্রিহেনসিভ ধারণা নবিজি তারঁ জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন এবং শিখিয়েছেন।
এই গুরুত্বপূর্ন সফট স্কিলটির ব্যাপারে সমকালীন বিশেষজ্ঞদের মতবাদ এবং নবি-সাঃ-এর দেখানো দিক নির্দেশনাকে সমন্বয় করার জন্য আমরা ভেতর থেকে তীব্র তাগাদা অনুভ করি। এর ফলে কর্পোরেট জগতের কাছে যেমন নবি সাঃ-এর শিক্ষার একটি অংশ পৌঁছে দেওয়া সম্ভব হবে, তেমনই মুসলিম পেশাজীবি, ব্যবসায়ী, উদ্যোক্তা,কর্মজীবি-সহ সকল শ্রেণির মুসলিমদের কাছেও নবি সাঃ-এর এক গুরুত্বপূর্ণ সমকালীন সময়ে উপেক্ষিত শিক্ষাকে তুলে ধরা সম্ভব হবে।
নিচে ইমোশনাল ইন্টেলিজেন্স pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 47.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | কবির আনোয়ার |
অনুবাদঃ |