ইযাহুল মুসলিম pdf বই ডাউনলোড। ১। ইসলামের দৃষ্টিতে অর্থনীতি জীবিকা উপার্জন ও অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করার পূর্বে সূক্ষ্ম একটি বিষয় আলোচনায় আসা দরকার। যার দ্বারা ইসলামী অর্থনীতি এবং বিশ্ব ব্যবস্থায় প্রচলিত অন্যান্য অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় ।
আর সেটা হলো, ইসলাম যদিও বৈরাগ্যতাকে সমর্থন করে না এবং একে পরিত্যাগ করাতেই রয়েছে বৈষয়িক সুবিধা এবং বৈধ অর্থনীতিতে মুসলমানের উদ্যোমকে ইসলাম শুধু উত্তমই নয় কোন কোন ক্ষেত্রে জরুরী সাব্যস্ত করেছে। কিন্তু ইসলাম অর্থনৈতিক উন্নতি অগ্রগতিকে মানব জীবনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য বানিয়ে নেয়াকে সমর্থন করে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
এখান থেকেই ইসলামী অর্থনীতি এবং বস্তুবাদী অর্থনীতির মধ্যকার মৌলিক পার্থক্য ধরা পড়ে। আর তা হলো বস্তুবাদীঅর্থনীতি জীবিকা উপার্জনকে মানুষের প্রধান ও একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য বলে মনে করে। তাদের ধারণা মতে ইহজীবনে মানুষের প্রধান কর্তব্য হলো বিলাসিতা এবং ধন-ঐশ্বর্যের পিছনে মগ্ন থাকা। এর বাইরে আর কোন কর্তব্য নেই ।
ইসলামী অর্থনীতি মানুষের জীবিকা ও রুটি-রোজগার উপার্জনের বিষয়টি অবশ্যই স্বীকার করে। কিন্তু এটাকে জীবনের প্রধান ও একমাত্র লক্ষ্য এবং ব্রত বানিয়ে নেয়াকে কস্মিনকালেও সমর্থন করে না। এ কারণেই আপনি লক্ষ্য করতে পারবেন যে, একদিকে যেমন বৈরাগ্য ও দুনিয়া বিমুখতাকে কুরআন নিন্দা করেছে অপরদিকে আল্লাহ্ পাকের অনুগ্রহরাজী তালাশের আদেশ দেয়া হচ্ছে।
ব্যবসা-বাণিজ্যকে আল্লাহর ফজল বা অনুগ্রহ এবং ধন-সম্পদকে “আল খাইর” বা কল্যাণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। শুধু তাই নয়, খাদ্যকে আখ্যায়িত করা হয়েছে তারা i “পবিত্র খাবার”, পোশাককে “আল্লাহ্ প্রদত্ত সৌন্দর্য” এবং বসবাসের জায়গাকে “প্রশান্তির জায়গা” হিসেবে।
কিন্তু এত কিছুর পরও আপনি অবাক না হয়ে পারবেন না যে, এই দুনিয়া বা ইহকালকেই অন্য জায়গায় বা ধোঁকার বস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে । কিন্তু উভয়ের মধ্যে আদৌ কোন সংঘর্ষ বা বৈপরীত্য নেই। এর প্রধান রহস্য হলো, পরম গন্তব্যে পৌঁছতে সফরের উপায় উপকরণকে একজন মুসাফির যে দৃষ্টিতে দেখে ঠিক জীবিকা উপার্জন ও দুনিয়ার আসবাবপত্রকে কুরআন সেই দৃষ্টিতেই
দেখে থাকে ।
নিচে ইযাহুল মুসলিম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | দারুল উলুম লাইব্রেরী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 11 MB |
প্রকাশ সাল | ২০০৬ সাল |
বইয়ের লেখকঃ | মাওলানা আবু বকর সিরাজী |
বইয়ের অনুবাদকঃ |