ইলমে গাইব pdf বই ডাউনলোড। ইবনে সা’দ ওরওয়া থেকে বর্ণনা করেন যে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন প্রভাত দিগন্তের পানে দৃষ্টিপাত করে বললেন ঃ উষ্ট্রারোহীদের একটি দল পূর্ব দিক থেকে আগমন করছে। তারা ইসলামের প্রতি অনীহা প্রকাশ করবে না। এ দীর্ঘ দুর্গম পথ অতিক্রম করতে যেয়ে তারা তাদের উটগুলোকে শীর্ণ করে ফেলেছে। অনেকের খাদ্য সামগ্রী নিঃশেষ হয়েছে।
তাদের সরদারের একটি আলামত আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জন্যে এ দোয়া করলেন : হে আল্লাহ্! আবদুল কায়সকে ক্ষমা কর। তারা আমার কাছে দুনিয়া অন্বেষণ করতে আসেনি। তারা পূর্ব দিককার সর্বোত্তম মানুষ। কিছুক্ষণের মধ্যেই বিশ ব্যক্তি আগমন করলেন। তাদের সরদার ছিলেন আবদুল্লাহ্ ইবনে আউফ আল আশাজ্জ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন মসজিদে উপস্থিত ছিলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
তাঁরা এসে তাঁকে সালাম করলে তিনি জওয়াব দিলেন এবং জিজ্ঞাসা করলেন : তোমাদের মধ্যে আবদুল্লাহ্ ইবনে আউফ আল আশাজ্জ কে? তিনি আরয করলেন ঃ ইয়া রাসুল্লাল্লাহ্ ! আমি ।এই আবদুল্লাহ্ শারীরিক দিক দিয়ে দুর্বল ও দেখতে তেমন একটা আকর্ষণীয় ছিলেন না । বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দিকে দৃষ্টিপাত করলে তিনি বললেন : পুরুষদের চামড়া দিয়ে না মশক তৈরি হয়, না অন্য কোন কাজে আসে। তাদের কাছে রয়েছে দুটি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু-একটি জিহ্বা, অপরটি অন্তর । বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : তোমার দু’টি স্বভাব আল্লাহ তা’আলা পছন্দ করেন।
হাকেম হযরত আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, হিজরের অধিবাসী বনী আবদুল কায়েস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আগমন করে। কথাবার্তার মধ্যে হুযুর রাসুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : তোমাদের দেশে অমুক ধরণের খেজুর আছে, যার নাম তোমাদের কাছে এই। আর অমুক প্রকার খেজুরের প্রচলিত নামসহ উল্লেখ করলেন।
প্রতিনিধি দলের এক ব্যক্তি বলল : আমার পিতামাতা আপনার সম্পর্কে আপনার প্রতি উৎসর্গ, যদি আপনি হিজরে ভুমিষ্ট হতেন, তা হলেও সেখানকার খেজুর সম্পর্কে আপনার জ্ঞান তার চেয়ে বেশী হত না, যা এখন আছে। আমি সাক্ষ্যে দেই যে, আপনি আল্লাহর রসূল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : এখানে তোমাদের উপস্থিতির সময় তোমাদের ভূখন্ড আমাকে দেখানো হয়েছে । আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ইলমে গাইব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.93 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ইমাম জালাল উদ্দীন সূয়ুতী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা আবুল খায়ের ইবনে হক |