ইসলামই তোমার আসল ঠিকানা
ইসলামই তোমার আসল ঠিকানা pdf বই ডাউনলোড। রহিমপুর গ্রামে ইমরান নামে এক ৭০ বছরের বৃদ্ধের চোখে নানারকম সমস্যা দেখা দিল। তিনি ডা. মাসুম নামে প্রসিদ্ধ এক চক্ষু ডাক্তারের সাথে দেখা করতে গেলেন। গিয়ে দেখলেন তার সিরিয়াল ৪০ অতিক্রম হয়ে গেছে।
জিজ্ঞাসা করলেন, কোনদিন ডাক্তার সাহেবের কাছে সিরিয়াল কম থাকে? এ্যাটেন্ডেন্ট বললো, প্রতিদিন এমনই সিরিয়াল থাকে। ফি কত? বললো, পাচঁশত টাকা। মাথায় হাত! কিন্তু কি আর করা? দিতেই হবে, যদি চোখ ভাল করতে চাই।
আরও দেখুনঃ আল কুরআনের শৈল্পিক সৌন্দর্য pdf বই ডাউনলোড
দরিদ্র ইমরান ভাবলেন, টাকা না থাকা সত্ত্বেও তা রিন করে হলেও দিতে হবে। কারণ ডাক্তার যখন চোখ দেখে দিবে তাহলে এটা তার হক। আর এই হক বা পাওনা পরিশোধ না করি তাহলে সকলের কাছে আমি একজন অপরীধী ও হক নষ্টকারী হিসাবে গণ্য হব এবং এ ব্যাপারে কারোর দ্বিমত নেই। আর ডাক্তার সাহেবের এই হকের পরিমাণ কি? তা তারই নিযুক্ত এ্যাটেন্ডেন্ট থেকে জানতে হবে।
তিনি ভাবলেন, ডাক্তার যদি চোখের চিকিৎসা করে দিয়ে আমার থেকে পয়সা আদায় করতে পারে, আর এটা যদি তার অবধারিত হক হয় তাহলে যে মহান মালিক আল্লাহ আমার পূর্ণ চোখ দুটি সৃষ্টি করে দীর্ঘ ৭০ বছর নির্বিঘ্নে আলো-বাতাস দেখার সুযোগ করে দিলেন তারও একটি পাওনা অবশ্যই আমার কাছে থাকবে এবং সেটা আরো বড়।
আরও দেখুনঃ আত্মশুদ্ধি pdf বই ডাউনলোড
কিন্তু আমি কি সে পাওয়া পরিশোধ করেছি? একটি মোবাইল যেমন নষ্ট হলে মেরামতের জন্য কোন হাতের দরকার হয় তেমনই তা সৃষ্টির জন্য আরও শক্ত হাতের দরকার হয়ে থাকে। ফলে যে হাত মেরামত করেছিল তাকে দুইশত টাকা দিয়ে যেমন তার হক পরিশোধ করতে হয় তেমনই মূল প্রস্তুতকারকের হক আরও বেশি এবং তা পরিশোধের অপরিহার্যতাও বেশি।
প্রস্তুতকারকের হক কত তা তারই নিযুক্ত প্রতিনিধি বা সহকারী থেকেই জানতে হয়। আর এটাই নিয়ম। সারকথা হল, কোন ডাক্তার চোখ দেখে দিলে তার পাওনা পাচঁশত টাকা পরিশোধ করতে হয়, তেমনই যে মহান মালিক আমাকে চোখ দুটি দান করলেন তার পাওনা পরিশোধ করতে হয়। নতুবা আমি হক নষ্টকারী তথা বেঈমান মানুষ হিসাবে গণ্য হব। আল্লাহ তাআলার হকের পরিচয় সেই দূতই দিতে পারবে।
আরও দেখুনঃ ইসলামী মূল আক্বীদাহর বিশ্লেষণ pdf বই ডাউনলোড
নিচে ইসলামই তোমার আসল ঠিকানা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আযহার বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.88 MB প্রকাশ সালঃ ২০১৬ ইং বইয়ের লেখকঃ মাওলানা আব্দুল মজিজ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ