ইসলামই দিয়েছে সবার অধিকার pdf বই ডাউনলোড। সকল প্রশংসা ঐ আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। লাখো-কোটি দরুদ ও সালাম আখেরী নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে তিনি সমস্ত নবীগনের সরদার বানিয়েছেন। দুনিয়ার প্রতিটি মানুষ তথা কাফের-মুশরিক, সাদা-কালো, ধনী-গরীব, ছোট- বড়, নারী-পুরুষ নির্বিশেষে সকলেই চায়- শান্তি-সফলতা-মুক্তি।
মূলত এগুলো হাসিল করার জন্যই মানুষের দিনরাত কতশত মেহনত আর চেষ্টা- প্রচেষ্টা।
যদি প্রশ্ন করা হয়, প্রকৃত সফল কে? তাহলে আমাদের পক্ষ থেকে এর উত্তর আসবে- যে ধনী সে সফল। যে ক্ষমতাবান সে সফল। যে সম্মানিত সে সফল। ইত্যাদি ইত্যাদি। অথচ আল্লাহ তাআলা বলেন- “যে ব্যক্তি আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই প্রকৃতপক্ষে সফলতা লাভ করলো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
কাফেরদের কথা তো বাদই দিলাম, অনেক মুসলমানের ধারণা এমন- আখেরাতে সফলতার জন্য তো দ্বীন মানতে হবে, কিন্তু দুনিয়ার শান্তি-সফলতা দ্বীন দিয়ে হবে না; বরং এর জন্য প্রয়োজন- পর্যাপ্ত পরিমাণ অর্থ, সম্পদ, সম্মান, সৌন্দর্য, বংশ, ক্ষমতা ও শক্তি ইত্যাদি। এগুলো ছাড়া দুনিয়াতে সফলতা অসম্ভব। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কেরামের সফল জিন্দেগী এ কথার বাস্তব প্রমাণ- দুনিয়ার সফলতা বসাও দ্বীনের অন্তর্ভূক্ত।
আবার ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করাও দ্বীনের অন্তর্ভূক্ত। মোটকথা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ ও প্রতিটি অবস্থাই দ্বীনের অংশ। সুতরাং দ্বীন একটি ব্যাপক বিষয়। ইস্তিঞ্জায় ঢিলা ব্যবহার করা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল কিছুই দ্বীনের অন্তর্ভূক্ত হবে, যদি তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের নবুওয়াতী জিন্দেগীর সাথে মিল থাকে ।
‘ ‘সুরা আলে ইমরান, আয়াত: ১৯ সুরা আলে ইমরান, আয়াত: ৮৫
মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থার বিধান দ্বীনে ইসলামে রয়েছে। ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিচার ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, শ্রমনীতি, অর্থনীতি, ব্যবসায়নীতি, অমুসলিমদের সাথে ব্যবহার, আত্মীয়দের সাথে সম্পর্ক, সমাজ সংস্কার, দুস্থ মানবতার সেবা, শিশুর প্রতি ভালোবাসা, এতিমের দেখাশোনা, সম্পদ বন্টন, উত্তারাধিকারী আইন, যাকাত ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আদমশুমারী ব্যবস্থা, দাওয়াত ও তাবলীগ ইত্যাদি— সবকিছুই রয়েছে ইসলাম ধর্মে। এজন্যই তো বলা হয়- এটাই দ্বীন।
নিচে ইসলামই দিয়েছে সবার অধিকার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 18.55 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ড. রাগিব সারজানি |
বইয়ের অনুবাদকঃ | আব্দুল্লাহ কামাল |