ইসলামি আকিদা বিষয়ক মাসআলা
ইসলামি আকিদা বিষয়ক মাসআলা pdf বই ডাউনলোড। প্রশ্নঃ আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? উত্তর: আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এ জন্য যে, আমরা যেন তারঁই ইবাদত করি এবং তারঁ সাথে কোন কিছু শরীক না করি। দলীল: আল্লাহ তায়ালার বাণীঃ আমি জ্বিন এবং মানুষকে এই জন্য সৃষ্টি করেছি যে।
তারা আমারই ইবাদত করবে। (জারিয়াতঃ৫৬) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেনঃ বান্দার উপর আল্লাহর হক হলো তারা যেন তারঁ ইবাদত করে এবং তারঁ সাথে কোন কিছু শরীক না করে। [বুখারী ও মুসলিম]
আরও দেখুনঃ আন নওয়াবির চল্লিশ হাদিস pdf বই ডাউনলোড
প্রশ্নঃ ইবাদত বলতে কি বুঝায়? উত্তর: ইবাদতঃ ইবাদত একটি ব্যাপক নাম, তা বাহ্যিক ও গোপনীয় যাবতীয় কথা ও কাজ যা আল্লাহ ভালবাসেন। যেমনঃ দোআ নামায, বিনয় ও দ্বীনতা প্রকাশ ইত্যাদি বুঝায়। আল্লাহ তায়ালা বলেনঃ আপনি বলুন, আমান নামায, আমার কুরবানী হজ্জ, আমার জীবন ও মরণ জগত সমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে। [আনআমঃ৬২]।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ তায়ালা বলেছেন: আমার বান্দার উপর অর্পিত ফরজ আদায় করা অন্য কিছুর মাধ্যমে আমার নৈকট্য অর্জনে ব্রতী হওয়া অপেক্ষা আমার নিকট অধিক পছন্দনীয়। (হাদীসে ক্বদসী-বুখারী)। প্রশ্ন ইবাদত কত প্রকার ?
আরও দেখুনঃ আত তারগীব ওয়াত তারহীব pdf বই ডাউনলোড
উত্তরঃ ইবাদতের অনেক প্রকার রয়েছে তন্মধ্যেঃ দোয়া, ভয়-ভীতি, প্রত্যাশা, ভরসা, সন্ত্রস্ত হওয়া, আকাঙ্কা, জবাই করা, মানত করা, রুকু, সিজদা, ত্বয়াফ,ফয়সালা, শপথ করা ইত্যাধি বৈধ ইবাদতের অন্তর্ভুক্ত। প্রশ্নঃ আল্লাহ রাসূলগণকে কেন প্রেরণ করেছিলেন? উত্তরঃ আল্লাহ রাসূলগণকে তারঁ ইবাদতের দিকে আহবান ও শিরক মুক্ত করার জন্য প্রেরণ করেছিলেন।
আল্লাহ তায়ালা বলেনঃ অর্থঃ আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই জন্য যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং ত্বগুত থেকে নিরাপদ থাক। [নাহালঃ ৩৬]। (ত্বাগুতঃ আল্লাহ ব্যতীত মানুষ যার ইবাদত ও আহবান করে থাকে এবং সে তাতে সম্মত থাকে সেই ত্বাগুত) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ।
আরও দেখুনঃ ফিকহুস সিয়াম pdf বই ডাউনলোড
নিচে ইসলামি আকিদা বিষয়ক মাসআলা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 2.03 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শাইখ মুহাম্মাদ যামীল যাইনু অনুবাদঃ মুহাঃ আব্দু রব আফফানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ