ইসলামি জিবন পদ্ধতি
ইসলামি জিবন পদ্ধতি pdf বই ডাউনলোড। ইসরাম তাওহীদের (একত্তবাদ) ধর্ম। তাই, সমস্ত সৃষ্টির চিন্তাশীল জ্ঞানসমূহ স্বতঃস্ফুর্তভাবে পৃথিবীর এক স্রষ্টার প্রতি ঈমান আনতে প্রস্তুত আরা তারা সেই স্রষ্টাই হলেন ইলাহ বা মাবুদ, যিনি সমস্ত এবাদতের যোগ্য, যেমন যবেহ, নযর এবং বিশেষ করে দুআ।
কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল।লাম বলেনঃ দু আই হল এবাদত (তিরমিয, সহীহ হাদিস)। অতঃপর কোন ধরণের এবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য বৈধ নয়।
আরও দেখুনঃ রাসুল সাঃ এর তাবলিগ pdf বই ডাউনলোড
ইসলাম একতা চায়, বিভেদ চায়না, তাই ইসলাম সমস্ত নবী ও রাসুলের প্রতি (ঈমান-বিশ্বাস ) স্থাপন করতে বলে যাদেরকে আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য। তাদের জীবন -ব্যবস্থা পরিচালনার জন্য প্রেরণ করেছেন। নবী মুহম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তাদের শেষ নবী এবং তারঁ বিধান অতীতের শরীয়ত সমূহকে আল্লাহর নির্দেশে রহিত করে।
আল্লাহ তাআলা তাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছেন, যেন তাদেরকে বিকৃত জীবন-ব্যবস্থা ও নির্যাতন থেকে অব্যাহতি দিয়ে ইসলামের সুরক্ষিত ন্যায় বিচার ও নৈতিকতার দিকে নিয়ে আসেন। ইসলামী জ্ঞান সহজ, সরল ও পরিস্কার (বোধগম্য)। তাই, সে বিভ্রান্তিকর বস্তু, বাতিল আকিদা এবং দর্শন (philosophy)শাস্ত্র (জাতীয়) বিশ্বাসকে সাব্যস্ত করে না।
আরও দেখুনঃ সম্পদ অর্জন ও ব্যায় pdf বই ডাউনলোড
আর তা যে কোন স্থান-কাল -পাত্র ভেদে বাস্তবায়ন উপযোগী । ইসলাম বস্তু ও আধ্যাত্মিকতাকে মোটেই পৃথক মনে করে না। বরং মনে করে যে জীবন এমন এক বস্তু যা দুটোকেই শালিম করে তাই একটি গ্রহণীয় এবং অপরটি বর্জনীয় তা নয়। ইসলাম মুসলমানদেরকে সমভাবে ভাই ভাই হিসেবে বিবেচনা করে। আর, বংশগত ও দেশগত ভিন্নতাকে অস্বীকার করে।
তাই ইরশাদ হচ্ছেঃ অর্থাৎ নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট সম্মানীয় সেই ব্যাক্তি যে সব চাইতে অধিক খোদাভীরু। স[সুরা হুজরাত-১৩] ইসলামে কোন রকম বাধ্যতামূলক প্রশাসন নেই, যা ধর্মের সুযোগ গ্রহন করে, আর না তাতে এমন কোন অবাস্তব মতবাদ আছে যা বিশ্বাস করা কঠিনতর হতে পারে।
আরও দেখুনঃ রাসুলের প্রশ্ন সাহাবিদের উত্তর pdf বই ডাউনলোড
নিচে ইসলামি জিবন পদ্ধতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 7.32 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আল্লামা শায়খ মুহ: বিন জামীল যাইনু অনুবাদঃ মতিউর রহমান আব্দুল হাকীম সালাফীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ