ইসলামী আদবের চমৎকার উপস্থাপন pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলার সাথে আদব রক্ষা করা মানব জাতির গুরুত্ব দায়িত্ব । তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর দৃশ্য-অদৃশ্য অসংখ্য নিআমত তাদেরকে দান করেছেন। ইরশাদ হচ্ছে: এবং যদি তোমরা আল্লাহর নিআমত গণনা কর, তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না। সুরা ইবরাহিম:(৩৪)-
অতএব তাকে স্বীকার করা, তার সাথে কাউকে শরীক না করা,তার কৃতজ্ঞতা আদায় করা এবং তার নির্দেশ মোতাবেক দ্বীনের ওপর প্রতিষ্ঠিত থাকা তার সাথে অন্যতম আদব। আল্লাহর সাথে এসব আদল তিনটি জিনিস ব্যতীত পূর্ণতা লাভ করে না; (১)-আল্লাহর নাম ও গুণাবলিসহ তার পরিচয় জানা। (২)- তার দ্বীন ও শরীয়ত এবং তার পছন্দ ও অপছন্দ জানা। (৩)- আল্লাহর আদেশ-নিশেধ নির্দ্বিধায় গ্রহণ করা ।
আল্লাহর সাথে গুরুত্বপূর্ণ অপর আদব হচ্ছে তাকে সকল ইবাদত সোপর্দ করা, একমাত্র তার ইবাদত করা, তিনি ব্যতীত কোনো ইবাদত কাউকে উৎসর্গ না করা, হোক সে নৈকট্য প্রাপ্ত ফেরেশতা, কিংবা প্রেরিত রাসূল, কিংবা নেককার ওলী কিংবা নিষ্পাপ ইমাম অথবা বিরাট পাথরও গাছ ইত্যাদি। অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি কতক মুসলিম দেশে মুসলিম দাবীদার কবর পুজারীরা নেককার লোকদের মাজারে মাজারে ঘুরে বেড়ায়, তাদের থেকে উপকার আশা করে।
তাদের অনিষ্ট থেকে পানাহ চায় এবং তাদের নিকট প্রয়োজন পূরণের দোয়া করে, অথচ তারা নিজেদের অনিষ্ট বা উপকার করার ক্ষমতা রাখে না! এরা কি আল্লাহর বাণী পাঠ করেনি! অর্থাৎ- নিশ্চয় তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা কর তারা তোমাদের জন্য রিযক-এর মালিক নয়। তাই আল্লাহর কাছে রিযক তালাশ কর, তারঁ ইবাদত কর এবং তারঁ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সুরা আনকাবুত:(১৭)
প্রত্যেক মুসলিমের কর্তব্য এসব কুফর, শিরক, বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বয়ান-বক্তৃতা, শক্তি-ক্ষমতা, অন্তর ও সম্পদ দ্বারা মানুষের সামনে এসব অসাড় বস্তু প্রকাশ করে দেয়া, যেন কোন কুসংস্কার বিদ্যমান না থাকে, দুনিয়ার বুকে একমাত্র আল্লাহর খাঁটিঁ দ্বীন প্রতিষ্ঠা লাভ করে। আরও পড়তে চাই বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ইসলামী আদবের চমৎকার উপস্থাপন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বিন বদি প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 20.2 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | নুর মোহাম্মাদ বদিউর রহমান |
বইয়ের অনুবাদকঃ |