ইসলামী চিন্তাধারার উপর একশ একটি মুনাযিরা pdf বই। ইসলামে মুনাযিরা তর্ক-বিতর্ক বা আলোচনা-পর্যালোচনা করা এবং এর উদ্দেশ্যসমূহকে অগ্রগামীতায় পৌঁছাতে তার ভূমিকা ও বিষয়ের উন্মুক্ততা, সত্যের উদঘাটন এবং প্রকৃত বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বর্তমান সময়ে যখন চিন্তার ও জ্ঞান-বিজ্ঞানের উন্নয়ন ঘটেছে।
এবং উৎকৃষ্ট ও দৃঢ় সাংস্কৃতিক উদ্দেশ্যে পৌঁছানোর উপযুক্ত সময়। যদি ধরেও নেই, শুধুমাত্র গোড়ামী ও আক্রোশের কারণে তা গ্রহণযোগ্যতা না পেলেও অন্ততঃপক্ষে তার মাধ্যমে চুড়ান্ত যুক্তিপ্রমাণ অপরিহার্য করে দেয়া যাবে।
আরও দেখুনঃ ইসলামে হযরত আবু তালিবের অবদান pdf বই
কেননা এটা পরিস্কার যে, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিকে বল্লমের শক্তি দেয় কখনই চিন্তা ও বিবেকসমূহের উপর চাপিয়ে দেয়া যাবে না। আর যদি মনে করি এমনভাবে চাপিয়ে দেয়া হয়েছে তাহলে তা হবে অপরিপক্ক ও ভিত্তিহীন। আল্লাহ রাব্বুর আলামিন পবিত্র কোরআনে এই বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং এটিকে মূল হিসাবে চিহিৃত করে চারটি ক্ষেত্রে নবীকে সাঃ বলেছেনঃ।
ভিন্নমত পোষণকারীদের উদ্দেশ্যে বল! যদি তারা সত্য বএল থাকে তাহলে নিজেদের পক্ষে প্রত্যক্ষ প্রমাণ আনতে (বাকারাঃ ১১১ ও অন্যান্য)। যখন ইসলাম অন্যদেরকে দলিল, প্রত্যক্ষ প্রমাণ ও যুক্তির প্রতি দাওয়াত করে তখন অবশ্যই নিজেকেও দলিল ও যুক্তি নির্ভর হতে হবে।
আরও দেখুনঃ হাদীসের ইতিহাস অনুসন্ধান pdf বই ডাউনলোড
সূরা নাহল-এর ১২৫ নং আয়াতে নবীকে সাঃ উদ্দেশ্য করে বলা হয়েছে যে, হে পয়গাম্বর! মানুষদেরকে আল্লাহর রাস্তায় হিকমত, ভাল উপদেশ ও বির্তক বা যুক্তিযুক্ত বাহাসের মাধ্যমে দাওয়াত কর। হিকমত -এর অর্থ হচ্ছে এমন এক দৃঢ় পদ্ধতি যা আক্বল ও ইলমের জ্ঞান সমন্ধয়ে গঠিত। আর ভাল উপদেশ এর অর্থ হচ্ছে আধ্যাত্মিক উপদেশ।
যার মধ্যে রয়েছে আবেগ এবং তা পরিশোধিত হতে চাওয়া ব্যক্তির অনুভূতিকে সত্যের প্রতি উজ্জীবিত করে। মুজাদিলাহ-এর অর্থ হচ্ছে বিতর্ক পদ্ধতি, আলোচনাতে সম্মুখ সমালোচনা ও পর্যালোচনা করা। এমন পদ্ধতি যদি ইনসাফ ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে হযে থাকে তবে তা অনেক ক্ষেত্রে ভিন্নমত পোষণকারীদের মুখ বন্ধ করে দেয়ার জন্য বিশেষ প্রয়োজন।
আরও দেখুনঃ অবশেষে আমি সত্যপথের সন্ধান পেলাম pdf বই
নিচে ইসলামী চিন্তাধারার উপর একশ একটি মুনাযিরা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 12.1 MB প্রকাশ সালঃ ২০০০ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ মুহাম্মাদিয়া ইশতিহারদী অনুবাদঃ মীর আশরাফ উর আলমডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ