ইসলামী দন্ডবিধি
ইসলামী দন্ডবিধি pdf বই ডাউনলোড। ইসলামী আইনে অপরাধের শ্রেণীবিভাগ। ইসলাম সামাজিক অপরাধের শাস্তিকে ৩ ভাগে ভাগ করেছে। যথা –
১. হুদুদ – যার শাস্তি নির্ধারিত যা মাফ করা যাবে না এবং যা কম বেশী করা যাবে না।
২. কিসাস – যাতে বান্দার হক বেশী হওয়ার কারণে (ইসলামী আইনের) কোর্টের বিচারে মৃত্যুদন্ড দেয়ার পরও বাদী তাকে ক্ষমা করে দিতে পারে। তবে বাদী ক্ষমা করলে মৃত্যুদন্ড থেকে রেহাই পাবে ঠিকই কিন্তু হাজত থেকে বের হতে পারবে না কোন দিনই। অর্থাৎ সে আর দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করার সুযোগ পাবে না।
আরও দেখুনঃ ইসলামী আইন ও রাষ্ট্র pdf বই
৩. তাজিরাত – হুদুদ ও কিসাসের বাইরেও সামাজিক অপরাধ সংঘটিত হয়ে থাকে। এসব অপরাধের শাস্তি বিচারকের বিবেচনার ওপর ইসলাম ন্যাস্ত করে। এ ধরণের অপরাধের শাস্তিতে তাজিরাত বলা হয়। যার বিস্তারিত আলোচনা বইতে পাবেন।
এবার আসুন – ইসলামী আইনের দন্ডবিধি সম্পর্কে জ্ঞান লাভের পূর্বে আইন সম্পর্কে কিছু জ্ঞান লাভ করি।
ইসলামি আইন কি ও কেন?
আরও দেখুনঃ ইসলাহী খুতুবাত ৩য় খন্ড pdf বই
সর্বময় ক্ষমতার মালিকের নিকট থেকে যে নির্দেশ আসে ঐটাই আইন। আমরা কালেমা তাইয়েবা পাঠের মাধ্যমে স্বীকার করে নিয়েছি যে আল্লাহই একমাত্র সর্বময় ক্ষমতার মালিক। তা হলে আইন হবে কোনটা? আল্লাহর নিকট থেকে যে নির্দেশ আসবে সেটাই হবে গোটা মুসলিম জাতির জন্য একমাত্র আইন।
এখন জানা দরকার আইনের প্রয়োজন কি? এর সংক্ষিপ্ত জবাব হচ্ছে এই যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিছু সহজাত প্রবৃত্তি দিয়ে, যে প্রবৃত্তিগুলোর প্রয়োজন রয়েছে বেঁচে থাকার জন্য। এ প্রবৃত্তিগুলো হচ্ছেঃ
১. খাদ্যগ্রহণ প্রবৃত্তি
২. ক্রীড়া প্রবৃত্তি
৩. আত্মত্ব প্রবৃত্তি
৪. আত্মপ্রতিষ্ঠা প্রবৃত্তি
৫. যৌন প্রবৃত্তি
আরও দেখুনঃ নবীজীর নামাজ pdf বই
এসব প্রবৃত্তির যেমন প্রয়োজন রয়েছে বাঁচার জন্যে, তেমন এ প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রনের প্রয়োজন রয়েছে সমাজকে অপরাধমুক্ত রাখার জন্যে। এইসব প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য সমাজের কিছু বাঁধাধরা নিয়ম শৃংখলাই হচ্ছে আইন। এর এটা এই জন্যে যে মানুষ যেন তার প্রবৃত্তি চরিতার্থ করতে গিয়ে আইনের সীমা লঙ্ঘন না করে।
নিচে ইসলামী দন্ডবিধি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খন্দকার প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামী আইন বিষয়ক বইয়ের সাইজঃ 2.66 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ খন্দকার আবুল খায়ের অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ