ইসলামী নীতিমালার আলোকে বরকত অর্জন pdf বই ডাউনলোড। আরবীতে বলা হয় অর্থাৎ- যা আরবী বারাকাহ শব্দ থেকে গৃহীত। তাহযীবুল লুগাহ নামক অভিধানে আবু মানসুর বলেন: বারাকাহ শব্দের মূল হচ্ছে প্রাচুর্য ও প্রবৃদ্ধি। অতএব, বরকত মানে হচ্ছে কোনো জিনিসের সে প্রাচুর্য ও প্রবৃদ্ধি, তাবাররুকের মাধ্যমে বরকত লাভকারী যা পাওয়ার ইচ্ছা পোষণ করে থাকে।
এ প্রাচুর্য ও প্রবৃদ্ধি কখনো স্থানের মধ্যে হতে পারে,. কখনো হতে পারে ব্যক্তির মধ্যে, আর কখনো গুনাবলী ও বৈশিষ্ট্যে। এটা হয়ে থাকে তার ভাষা ভিত্তিক প্রয়োগ অনুযায়ী। আর শর’ঈ প্রয়োগের বিস্তারিত আলোচনা ইনশা আল্লাহ পরে আসছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শাবান ও শবে বরাত pdf বই ডাউনলোড
- রোযার মাসায়েল pdf বই ডাউনলোড
- তাতারীদের ইতিহাস pdf বই ডাউনলোড
- অলীমাহ pdf বই ডাউনলোড
- কোরআনের কিছু বাণী ২য় খন্ড pdf বই ডাউনলোড
প্রথম অর্থ ( স্থানের মধ্যে বরকত) এই সম্পর্কে আল্লাহর বাণী; অর্থাৎ- তিনি ভূপৃষ্ঠের উপরিভাগে স্থাপন করেছেন অটল পর্বতমালা এবঙ তাতে দিয়েছেন বরকত। (সূরা ফুসসিলাত, আয়াত; ১০ )। আবার অর্থাৎ- যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হত তাদেরকে আমি উত্তরাধিকারী করেছি যমীনের পূর্ব ও পশ্চিমের, যাতে আমি দিয়েছি বরকত। (সূরা আল-আ’রাফ, আয়াত: ১৩৭)।
আবার অর্থাৎ- আমরা অবম্যই তাদের জন্য আকাশ ও যমীনের বরকত উন্মুক্ত করে দিতাম। (সূরা আল-আ’রাফ, আয়াত; ৯৬) আর বল, হে আমার রব, আমাকে এমনভাবে অবতরণে করাও, যা হবে বরকতময়। (সূরা আল-মুমিনূন, আয়াত: ২৯)।
আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়া বরকত-ময় করে দিয়েছে।
দ্বিতীয় অর্থ (ব্যক্তির মধ্যে বরকত) সম্পর্কে আল্লাহর বাণী; আমরা তার ওপর বরকত দান করেছিলাম এবং ইসহাকের ওপরও। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ন এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী। (সূরা আস-সাফফাত, আয়াত: ১১৩) আর নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনায় আল্লাহর বাণী; অর্থাৎ- অবতরণে করুন আমার পক্ষ হতে শান্তি ও বরকত সহকারে আপনার ওপর িএবং যে সকল সম্প্রদায় আপনার সঙ্গে আছে তাদের ওপর। (সূরা হূদ, আয়াত: ৮৪)
তৃতীয় অর্থ (গুণাবলীতে বরকত) সম্পর্কে আল্লাহর বাণী;অতঃপর তোমরা তোমাদের নিজেদের ওপর সালাম করবে আল্লাহর নিকট হতে অভিবাদনস্বরূপ যা বরকতময় পবিত্র। (সূরা আন-নূর, আয়াত: ৬১) । আল্লাহ তাআলার বাণী; আর এটি বরকতময় উপদেশ, যা আমি অবতীর্ণ করেছি। তবুও কি তোমরা তা অস্বীকার কর? (সূরা আল-আম্বিয়া, আয়াত: ৫০)
নিচে ইসলামী নীতিমালার আলোকে বরকত অর্জন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.59 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সালেহ ইবন আবদুল আযীয ইবন মুহাম্মাদ আলে শাইখ |
অনুবাদকঃ | ড. মোহাম্মদ মানজুরে ইলাহী |