ইসলামী বিশ্বকোষ ৪র্থ খন্ড
ইসলামী বিশ্বকোষ ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড। বাংলাদেশে ইসলামী বিশ্বকোষ প্রনয়নের প্রথম উদ্যোগ গ্রহন করেন বাংলা একাডেমী । এতদুদ্দেশ্যে ১৯৫৮ সনে বাংলা একাডেম লাইডেন হইতে প্রকাশিত Shorter Encyclopaedia of Islam শীর্ষক ইসলামী বিশ্বকোষ অনুবাদের সিদ্ধান্ত গ্রহন করে এবং নয সদস্য বিশিষ্টি একটি ইসলামী বিশ্বাকোষ উপসংঘ গঠন করে।
পরবর্তী পর্যায়ে আরও সদস্য সমবায়ে এই উপসংঘ পুনগঠিত হয়। পুর্নগঠিত উপসংঘের সদস্য সংখ্যা ছিল ১৬ জন । ১৯৫৮ সন হইতে এই উপসংঘের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুবাদ কর্ম শুরু হয়। এবং ১৯৬৭ সনে উপসংঘ এই অনুবাদ কর্ম সম্পন্ন করে।
সার্থক ইসলামী বিশ্বকোষ প্রণয়নে অগ্রনী ভুমিকা পালন করিয়াছে The Netherlands Academy;১৯০৮ হইতে ১৯৩৮ খুষ্টাব্দের মধ্যে তাহারা Encyclopaedia of Islam শীর্ষক ইসলামী বিশ্বকোষ চারি খন্ডে সমাপ্ত Leiden হইতে প্রকাশ করে।
এই বিশ্বকোষের প্রথম সংস্করণ ও উহার পরিশিষ্ট হইতে ইসলামী শারীআত সম্বন্ধীয় প্রবন্ধগুলি কিছুটা সংকোচন, সংশোধন ও সংযোজনসহ Shorter Encyclopaedia Of Islam নামে ১৯৫৩ খৃ, লাইডেন হইতেই প্রকাশিত হয়। গ্রন্থখানি The Royal Netherlands Academy-এর পক্ষ হইতে H.A.R.Gibb and J.H.Kramers কর্তৃক সম্পাদিত ও E.J.Brill. Leiden কর্তৃক প্রকাশিত হয়।
আরও দেখুনঃ ইসলামী বিশ্বকোষ ২ pdf বই ডাউনলোড
লাইডেন হইতে প্রকাশিত Encyclopaedia of Islam-এর আরবী অনুবাদ মিসরে ১৯৩৩ খৃ. হইতে দাইরাতুল মা আরিফ আল-ইসলামিয়্যা নামে প্রকাশিত হইতে থাকে। মুহাম্মাদ ছাবিত আল ফান্দী আহমাদ শানশারী ইবরাহীম যাকী খরশীদ ও আবদুল-হামীদ য়ুনুস এই কার্য অংশগ্রহন করেন।
ইহাতে মূল প্রবন্ধগুলির অনুবাদে ইসলামী ভাবধারার সঙ্গে সংগতি রক্ষার জন্য পয়োজনীয় টীকা সংযোজিত হইয়াছে ১৯৫০ খৃ. হইতে তুর্কী ভাষায় “Islam Ansiklopedisi” নামে একখানী ইসলামী বিশ্বকোষ প্রকাশনা শুরু হয়।
এই গ্রন্থখানি লাইডেনের Encyclopaedia of Islam -কে ভিত্তি করিয়া রচিত হইলেও সম্পাদক ইহাকে বহু মূল্যবান সংশোধন ও সংযোজন দ্বারা সমৃদ্ধ করিয়াছেন। উর্দূ ভাষাও এই বিষয়ে পশ্চাৎপদ নহে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্ঠায় লাইডেনের Encyclopaedia Of Islam এর উর্দূ অনুবাদ প্রয়োজনীয় সংশোধন সংযোজনসহ দাইরা মা আরিফ ই ইসলামিয়্যা নামে ২৪ খন্ডে প্রকাশিত হইয়াছে।
আরও দেখুনঃ ইসলামী বিশ্বকোষ ৩ pdf বই ডাউনলোড
নিচে ইসলামী বিশ্বকোষ ৪র্থ খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইফাবা বইয়ের ধরণঃ ইসলামিক বিষয় বইয়ের সাইজঃ 70.5 MB প্রকাশ সালঃ ১৯৮৬ ইং বইয়ের লেখকঃ ইনজিল ইমরোয অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ